Social Icons

Friday, May 13, 2016

ইরাকে অস্ট্রেলীয় দূতাবাসে নিরাপত্তা কর্মীর মৃত্যু

ইরাকে অস্ট্রেলিয়া দূতাবাসে কর্মরত এক অস্ট্রেলীয় নিরাপত্তা কর্মীর মৃত্যু হয়েছে। শুক্রবার এক বিবৃতিতে অস্ট্রেলিয়ার পররাষ্ট্র মন্ত্রী জুলি বিশপ বাগদাদে অস্ট্রেলিয়ার দূতাবাসে কর্মরত ৩৪ বছর বয়সী এক অস্ট্রেলীয় নিরাপত্তা কর্মীর মৃত্যুর খবর নিশ্চিত করেন। এ নাগরিকের পরিবারের প্রতি সরকার গভীর শোক জানায়।
 
জুলি বিশপ বলেন, এ মৃত্যুর ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। তবে এ ব্যক্তি কীভাবে মারা গেলেন সে ব্যাপারে তিনি কিছু উল্লেখ করেননি। এমনকি তার নাম জানানো হয়নি।
 
তিনি সাংবাদিকদের বলেন, এ ব্যাপারে তদন্ত চলায় তিনি বিস্তারিত কিছু বলতে পারছেন না। তবে তিনি জোরদিয়ে বলেন যে, বাগদাদের ‘সার্বিক নিরাপত্তা পরিস্থিতির’ সঙ্গে এ মৃত্যুর কোনো সম্পর্ক নেই।
 
বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, ওই ব্যক্তি মারাত্মকভাবে গুলিবিদ্ধ হয়েছিলেন। সিডনি মর্নিং হেরাল্ড জানায়, এ ঘটনায় সেখানে অস্ট্রেলিয়া দূতাবাসের নিরাপত্তা রক্ষার দায়িত্বে নিয়োজিত কোম্পানি ইউনাইটেড রিসোর্স গ্রুপের তার এক সহকর্মীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
 
মর্মান্তিক ঘটনায় মারা যাওয়া ওই ব্যক্তির অস্ট্রেলিয়ার মালিকানাধীন কোম্পানিতে কর্মরত থাকার কথা বিশপ নিশ্চিত করেন।
-বাসস

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates