ঢাকার দারুস সালাম থানার নাশকতার দুই মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ২৭ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। দুই অভিযোগপত্রেই খালেদাকে হুকুমের আসামি করে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা চাওয়া হয়েছে।
দারুস সালাম থানার এস আই মো. শহীদুর রহমান ও এস আই আব্দুর রাজ্জাক বুধবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে অভিযোগপত্র দুটি জমা দেন।
গত বছর মার্চে গাবতলীতে বাসে আগুন দেয়ার ঘটনায় দায়ের করা ফৌজদারি দণ্ডবিধির এক মামলায় অভিযোগপত্র দেন এস আই শহীদ । এ মামলায় মোট ২৭ জনকে আসামি করেছেন তিনি। আর গতবছর ফেব্রুয়ারিতে মিরপুর শাহআলী মাজারের কাছে বাসে আগুন দেয়ার ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে করা অন্য মামলায় অভিযোগপত্র দেন এস আই রাজ্জাক। তিনি আসামি করেছেন ২৪ জনকে।
পুলিশের প্রসিকিউশন বিভাগের সহকারী কমিশনার মিরাশ উদ্দিন জানান, ২৪ জনকে দুই অভিযোগত্রেই আসামি করা হয়েছে। ফলে আসামির সংখ্যা দাঁড়াচ্ছে মোট ২৭ জনে।
খালেদা ছাড়াও বিএনপির যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমান, কার্যনির্বাহী কমিটির সদস্য সৈয়দা আশিফা আশরাফি পাপিয়া, শরফুদ্দিন সফু, চেয়ারপারসনের প্রেসসচিব মারুফ কামাল খান ও বিএনপির ছাত্রবিষয়ক সহ-সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু রয়েছেন আসামিদের মধ্যে।
এছাড়া মামুন খান, মো.মাকসুদ, মো. ফারুখ, দোলেয়ার হোসেন, মনি হোসেন, মো. মনা, মো, বাবু, আব্দুর রহিম, মাহবুব হোসেন, মাল হোসেন, রাব্বী সাফায়ত রাব্বী, এইচ এম ইমরান,শ্যামল আহমেদ, তপু দেওয়ান, আব্দুল জব্বার, সরোয়ার আলমকেও আসামি করা হয়েছে।
দুই মামলায় আমান উল্লাহ আমান ও কামাল হোসেন ছাড়া আসামিদের সবাইকে পলাতক দেখিয়ে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছে অভিযোগপত্রে।
দণ্ডবিধির মামলায় সাক্ষী করা হয়েছে ১৩ জনকে; আর বিশেষ ক্ষমতা আইনের মামলায় ১২ জন রাষ্ট্রপক্ষে সাক্ষ্য দেবেন বলে তদন্ত কর্মকর্তা জানিয়েছেন।
নির্বাচনের বর্ষপূর্তি ঘিরে গতবছরের শুরুতে টানা তিন মাসের অবরোধ-হরতালের মধ্যে ফেব্রুয়ারি ও মার্চ মাসে এই দুটি মামলা করে পুলিশ।


No comments:
Post a Comment