Social Icons

Tuesday, May 17, 2016

কলোম্বিয়ায় ইতিহাসের বৃহত্তম কোকেন চালান জব্দ

কলোম্বিয়ার পুলিশ তাদের দেশের ইতিহাসে সবচেয়ে বড় অবৈধ মাদক কোকেনের চালান জব্দ করেছে। পানামা সীমান্তে আটক করা এই চালানে প্রায় ৮ টন কোকেন রয়েছে। এর মূল্য ২৪ কোটি মার্কিন ডলার।  কলোম্বিয়ার উত্তর-পশ্চিম উপকূলবর্তী টার্বো শহরের একটি কলা ক্ষেতের মধ্যে লুকানো ছিল এই বিপুল পরিমাণ মাদক। পুলিশ জানিয়েছে, এগুলো ক্ল্যান উসুগা নামের একটি অপরাধী দলের। অভিযানে ৩ জনকে আটক করা হয়, বাকি ৩ জন পালিয়ে যায়।    কলোম্বিয়ার প্রেসিডেন্ট জুয়ান ম্যানুয়েল স্যানটোস এই অভিযানের পুলিশ সদস্যদের স্বাগত জানিয়ে টুইটারে বলেছেন, ‘টার্বোর এই অভিযানে যে মাদক আটক করা হয়েছে সেটা কলোম্বিয়ার ইতিহাসে সর্ববৃহৎ।’        ৮ টন কোকেনের মধ্যে প্রায় দেড় টন প্যাকেট করে প্রস্তুত করা হয়েছিল পাচারের জন্য। ক্ল্যান উসুগা দলটি মূলত কুখ্যাত মাদক পাচারের জন্য। পুলিশের হিসাব মতে এই দলের প্রায় ২ হাজার সদস্য এখনো তৎপর রয়েছে। গত পাঁচ বছরে ক্ল্যান উসুগার প্রায় ৬ হাজার ৭শ' সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়াও কলোম্বিয়াতে লস পেলুসস ও লস পুন্তিলেরস নামের আরও দুটি কুখ্যাত মাদক চক্র রয়েছে। 

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates