Social Icons

Monday, May 23, 2016

নকল এটিএম কার্ডে ১৩ মিলিয়ন ডলার লোপাট!

জাপানে মাত্র দুই থেকে আড়াই ঘণ্টার ব্যবধানে এটিএম বুথ থেকে প্রায় ১ দশমিক ৪৪ বিলিয়ন ইয়েন (১৩ মিলিয়ন ডলার) লোপাট হয়েছে। নকল ক্রেডিট কার্ড দিয়ে ১৪০০ এটিএম বুথ থেকে গত ১৫ মে-তে লোপাট হয়।
 
খোয়া যাওয়া অর্থ বাংলাদেশি মুদ্রায় প্রায় ১০৪ কোটি ২৫ লাখ টাকার বেশি। জাপানি পুলিশ জানিয়েছে, আন্তর্জাতিক নকল ক্রেডিট কার্ড ব্যবহার করে এটিএম বুথ থেকে বিপুল পরিমাণ এই অর্থ হাতিয়ে নেওয়া হয়েছে। পুলিশের ধারণা গত ১৫মে ১০০ জনের বেশি দুর্বৃত্তের একটি দল রাজধানী টোকিও সহ অন্য ১৬টি স্থানের বিভিন্ন বুথ থেকে মাত্র দুই থেকে আড়াই ঘণ্টায় এই অর্থ লোপাট করে।
 
টোকিও, কানাগাওয়া, আইচি, ওসাকা, ফুকুওয়া এবং অন্য ১১টি স্থান থেকে ভোর ৫টা থেকে ৮টার মধ্যে টাকাগুলো তুলে নেওয়া হয়। প্রতিবারে এক লাখ ইয়েন বা ৯০০ ডলার তুলেছে দুর্বৃত্তরা। ফল স্বরূপ ১৪ হাজার ট্রানজেকশেনর ঘটনা ঘটে। একটি ব্যাংকে এটিএম বুথে নতুন কিছু জিনিস ইনস্টল করতে গেলে এই জালিয়াতি ধরা পরে।
 
এটিএম ক্রেডিট কার্ড রেকর্ড পরীক্ষা করার পর দেখা গেছে ১৬০০ ক্রেডিট কার্ড সাউথ আফ্রিকান ব্যাংক কর্তৃক ইস্যুকৃত। পুলিশ ধারণা করছে, এই কাজে ১০০ জনেরও বেশি অপরাধীর একে অপরের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। এছাড়া দেশের বাইরে যাদের নামে ক্রেডিট কার্ড নিবন্ধিত ছিল সেগুলো ব্যবহার করেই অর্থ লোপাট করা হয়েছে। বিবিসি।

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates