ইন্দোনেশিয়া সার্বক্ষণিক গৃহ-পরিচারিকা রপ্তানি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে।
গৃহকর্মীর চাকরি নিয়ে শুধু তখনই কোন নারী বিদেশে যেতে পারবে যদি সে আলাদা বাড়িতে থাকে এবং তার কাজের সুনির্দিষ্ট সময় এবং সাপ্তাহিক ছুটির নিশ্চয়তা থাকে।
আগামী বছর ইন্দোনেশিয়া এই সিদ্ধান্ত কার্যকর করবে।
পূর্ব এশিয়া এবং উপসাগরীয় দেশগুলোতে যে লক্ষ লক্ষ গৃহপরিচারিকা কাজ করতে যান, তাদের বিরাট অংশ ইন্দোনেশিয়া দরিদ্র পরিবারগুলো থেকে আসা।
এরা প্রায়শই তাদের গৃহকর্তা বা গৃহকর্ত্রীদের হাতে নির্যাতিত হন, নানাভাবে তাদের অধিকার লংঘিত হয় বলে অভিযোগ পাওয়া যায়।
Image copyright AP Image caption হংকং-এ গৃহকর্তা ও কর্ত্রীর হাতে ২০১৪ সালে নির্যাতিত ইন্দোনেশিয়ার এক গৃহ পরিচারিকা
এখন ইন্দোনেশীয় সরকার সার্বক্ষণিক গৃহকর্মী হিসেবে মহিলাদের বিদেশ যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করছে।
এই পরিকল্পনা বাস্তবায়ন করা সহজ হবে না। কিন্তু যদি এটি বাস্তবায়ন করা হয়, তাহলে লাখ লাখ মানুষের ওপর তার প্রভাব পড়বে।
যারা এই গৃহপরিচারিকার কাজ নিয়ে বাইরে যায়, যাদের জন্য তারা কাজ করে এবং নিজ দেশে তাদের যে পরিবারের কাছে তারা উপার্জিত অর্থ পাঠায়, তাদের সবাই এই সিদ্ধান্তের কারণে ক্ষতিগ্রস্থ হবে।
যেসব দেশে ইন্দোনেশিয়া থেকে গৃহকর্মী যায়, তারা এই সিদ্ধান্তের আরও বিস্তারিত জানতে চাইছে ইন্দোনেশিয় সরকারের কাছে।
যদি সামনের বছর থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হয়, তাহলে এসব দেশকে গৃহকর্মীর সন্ধানে অন্যত্র যেতে হবে।


No comments:
Post a Comment