ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে পৃথক দুটি বন্দুকযুদ্ধে দুইজন বিদ্রোহী নিহত হয়েছেন। মঙ্গলবার এই ঘটনা দুটি ঘটে বলে জানিয়েছে দ্য হিন্দু।
সেখানকার পুলিশের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, 'সোফিয়ান জেলার পালিপোড়া গ্রামে বিদ্রোহীদের গোপন আস্তানায় নিরাপত্তা বাহিনী অভিযান চালিয়েছিল। অভিযান চলাকালে এনকাউন্টারে একজন বিদ্রোহী নিহত হন।'
তিনি জানান, 'কুপওয়ারা জেলার জনঋষিপোড়া গ্রামে নিরাপত্তা বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে মঙ্গলবার সকালে অপর এক এনকাউন্টার শুরু হয়। ওই অভিযানে অপর একজন বিদ্রোহী নিহত হয়েছেন।
জানা যায়, পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরের 'লাইন অব কন্ট্রোল' পার হয়ে যাওয়ার সময় বিদ্রোহীদের সঙ্গে এই বন্দুকযুদ্ধ হয়। এ সময় আরো কয়েকজন বিদ্রোহীকে গ্রেফতার করা হয়েছে বলেও জানায় নিরাপত্তা বাহিনীল মুখপাত্র। দ্য হিন্দু।


No comments:
Post a Comment