সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে গাড়ি বোমা বিস্ফোরণে অন্তত দুই পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। স্থানীয় সোমবার দেশটির ট্রাফিক পুলিশের সদর দফতরে এই আত্মঘাতী হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
ট্রাফিক পুলিশ কর্মকর্তা মোহম্মদ নুর বলেছেন, এই হামলায় আরো তিনজন আহত হয়েছেন। আক্রমণকারীদের মধ্যে একজন বন্দুকযুদ্ধের সময় নিহত হয়েছে।
তিনি বলেন, একটি গাড়ি নিয়ে ট্রাফিক পুলিশের সদর দফতরের গেটে আত্মঘাতী হামলা চালানো হয়। এছাড়া ভবনে হামলা চালানোর চেষ্টাকালে আমরা একজন সশস্ত্র জঙ্গিকে গুলি করেছি।
স্থানীয়রা জানিয়েছেন, হামলায় ট্রাফিক সদরদফতর ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া আশেপাশের দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।
তাৎক্ষণিকভাবে কেউ এই হামলার দায় স্বীকার করেনি। খবর: রয়টার্স।


No comments:
Post a Comment