বাবা-মা দুজনেই ছিলেন হার্ভার্ড গ্র্যাজুয়েট। সেই পদাঙ্ক অনুসরণ করে মেয়েও ভর্তি হচ্ছে হার্ভার্ডের ল স্কুলে। সব ঠিক থাকলে ২০২১ সালে মেয়েও গ্র্যাজুয়েট হয়ে বের হবেন একই শিক্ষা প্রতিষ্ঠান থেকে।
যাকে নিয়ে কথা হচ্ছে তিনি হলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার মেয়ে মালিয়া। ২০১৭ সালে শরৎকালীন সেশনে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শুরু করবেন তিনি। আর চলতি বছরটা তিনি কাটাবেন ছুটিতে। খবর সিএনএন'র।
রোববার হোয়াইট হাইসের ফার্স্টলেডি মিশেল ওবামার কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়।
তবে ছুটির সময়টা তিনি কিভাবে কাটাবেন সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি ফার্স্ট লেডির কার্যালয়।
এদিকে ওবামার প্রেসিডেন্টের মেয়াদ শেষ হওয়ার পর ওয়াশিংটনেই থাকার সিদ্ধান্ত নিয়েছে ওবামা দম্পতি। ছোট মেয়ে সাশার উচ্চমাধ্যমিকের পড়াশোনায় যাতে ব্যাঘাত না ঘটে সেজন্যই এই সিদ্ধান্ত।
ওবামার পূর্বসুরি ক্লিনটন দায়িত্ব ছাড়ার আগেই তার কন্যা চেলসি ক্লিনটন স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে ভর্তি হন।
এছাড়া জর্জ ডব্লিউ বুশ এর জমজ কন্যারাও তার দায়িত্ব ছাড়ার আগেই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। ২০০০ সালে নির্বাচনের আগে বুশ কন্যা জেনা বুশ হ্যাগার ইউনিভার্সিটি অব টেক্সাসে এবং বারবারা পিয়েরস বুশ ইয়েলি ইউনিভার্সিটিতে ভর্তি হন। ২০০৪ সালে তারা গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন।
Tuesday, May 3, 2016
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment