২০১৪ সালে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন নরেন্দ্র মোদি। তবে প্রথমবারের মতো দিল্লিতে মোদির বাসভবন রেস কোর্স রোডে গিয়েছেন তার মা হীরাবান।
রবিবার সন্ধ্যায় মায়ের সঙ্গে ছবি পোস্ট করেছেন মোদি। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার এবং ৯৫ বছর বয়সী তার মায়ের তিনটি ছবি পোস্ট করে লিখেছেন, গুজরাট থেকে আমার মা এসেছে। অনেকদিন পর আমি তার সাথে ভাল সময় কাটাচ্ছি। আরসিআরএ এটা তার প্রথম আগমন।
দুইটি ছবিতে দেখা গেছে, হীরাবেন একটি হুইল চেয়ারে বসে আছেন। মোদি ধূসর রঙের টি-শার্ট ও কালো প্যান্ট পরিহিত অবস্থায় মাকে বাগান দেখাচ্ছেন।
অন্য একটি ছবিতে দেখা গেছে, মোদি ও তার মা বাইরে সোফায় বসে আছেন। সেখানে তার মাকে একটি গ্লাস এগিয়ে দিচ্ছেন।
উত্তর গুজরাটের মেহসানা জেলার একটি ছোট শহর ভাদনগরের নিজের পৈতৃক নিবাসে থাকেন হীরাবেন। খবর: এনডিটিভি।


No comments:
Post a Comment