বিধানসভা নির্বাচনের দুইদিন আগে ভারতের তামিলনাড়ু রাজ্যে ৫৭০ কোটি রুপিবাহী তিনটি ট্রাক আটকে রেখেছে দেশটির নির্বাচন কমিশন। রুপিবাহী ট্রাকগুলো রাজ্যের তিরুপ্পুর জেলায় যাচ্ছিল বলে শনিবার জানিয়েছে এনডিটিভি।
১৬ মে পুরো রাজ্যজুড়ে বিধানসভা নির্বাচন শুরু হবে। ট্রাকগুলোর চালকদের দাবি, জব্দকৃত এসব অর্থ স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার। এগুলো বিজয়াওয়াদায় নিয়ে যাওয়া হচ্ছিল বলে তারা জানিয়েছেন। বিষয়টি খতিয়ে দেখার জন্য দেশটির নির্বাচন কমিশন একটি তদন্ত কমিটি গঠন করেছে।
কর্মকর্তারা জানিয়েছেন, নথিপত্রের সঙ্গে ট্রাকগুলোর নাম্বারে মিল না থাকায় সন্দেহ দেখা দিয়েছে।
মার্চে নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে রাজ্যটিতে একশত কোটিরও বেশি মালিকহীন নগদ অর্থ জব্দ করেছে নির্বাচন কমিশন। তামিলনাড়ুর নির্বাচনে অর্থের অবৈধ ব্যবহার রোধে কঠোর নজরদারি করছে ভারতীয় নির্বাচন কমিশন। আগামী ১৯ মে ভোট গণনা করে ফলাফল ঘোষণা করা হবে।


No comments:
Post a Comment