অনেকটা শান্তি চুক্তির মতোই শেষ হয়েছিল বিতর্ক। বার্সেলোনা ব্রাজিল ফুটবল সংস্থাকে শর্ত দিয়েছিল, কোনো একটি আসরে তারা ছাড়তে পারবে নেইমারকে। ব্রাজিল ফুটবল সংস্থা থেকে শেষ পর্যন্ত কোপা আমেরিকা ছেড়ে রিও অলিম্পিককেই বেছে নিয়েছিল। আর সে কারণেই জুনে আমেরিকায় অনুষ্ঠিতব্য কোপা আমেরিকা নয়, নেইমার খেলবেন আগস্টে শুরু হতে যাওয়া ব্রাজিলের শহর রিও অলিম্পিকে। গতকাল ব্রাজিল ফুটবল সংস্থা থেকে কোপা আমেরিকার জন্য ৪০ সদস্যের প্রাথমিক স্কোয়াড দেওয়া হয়েছে। সেখানে নাম নেই নেইমার, থিয়াগো সিলভা, ডেভিড লুইজের মতো তারকাদের। টুর্নামেন্টের শতবর্ষ উদযাপন উপলক্ষে এক বছরের মধ্যে ফের এই জুনেই শুরু হতে যাচ্ছে কোপা আমেরিকা টুর্নামেন্ট। ৩ থেকে ২৬ জুন আমেরিকার ১০টি শহরে অনুষ্ঠিত হবে লাতিন আমেরিকার সবচেয়ে মর্যাদাপূর্ণ এই আসর। ১৬ দলের অংশগ্রহণে থাকছে আর্জেন্টিনা, ব্রাজিল, বলিভিয়া, চিলি, কলম্বিয়া, কোস্টারিকা, ইকুয়েডর, হাইতি, জ্যামাইকা, মেক্সিকো, পানামা, প্যারাগুয়ে, পেরু, উরুগুয়ে, ভেনিজুয়েলা আর স্বাগতিক যুক্তরাষ্ট্র। গ্রুপ 'বি'তে পড়েছে ব্রাজিল, ইকুয়েডর, হাইতি ও পেরু। আর্জেন্টিনা আছে গ্রুপ 'ডি'তে। তাদের সঙ্গে আছে বর্তমান চ্যাম্পিয়ন চিলি, পানামা ও বলিভিয়া।
গতকাল ঘোষিত ব্রাজিলের এই ৪০ সদস্যের প্রাথমিক স্কোয়াডকে ২৩-এ নামিয়ে আনা হবে ৫ মে। ব্রাজিল কোচ দুঙ্গা তার এই স্কোয়াডে নেইমারকে রাখতে পারেননি ওই বার্সেলোনার কারণে। নেইমারের চুক্তিপত্রে কিন্তু লেখা ছিল জাতীয় দলের খেলা থাকলে তাকে ছাড়তে হবে। কিন্তু বার্সেলোনার যুক্তি, অলিম্পিকে বয়সভিত্তিক দল খেলবে, সেটা ব্রাজিলের জাতীয় দল নয়। কিন্তু ব্রাজিল ফুটবল সংস্থার কাছে এবারের অলিম্পিকে স্বর্ণ জেতাটা ভীষণ গুরুত্বপূর্ণ। সে কারণেই তারা অলিম্পিকের জন্য নেইমারকে চেয়ে নিয়ে কোপার সময় বার্সেলোনাতে ছেড়ে দিয়েছে তাদের সুপারস্টারকে। তবে থিয়াগো সিলভার জায়গা না হওয়াটা অবাক কিছু না। দুঙ্গার স্কোয়াডে গত কোপা আমেরিকা থেকেই অনুপস্থিত সিলভা। এ ছাড়া ডেভিড লুইজও সেভাবে দুঙ্গার আস্থার জায়গায় নেই। তবে মার্সেলোরও জায়গা হয়নি দুঙ্গার সঙ্গে মনোমানিল্যের কারণে। গত বিশ্বকাপ থেকেই কোচের সঙ্গে ভুল বোঝাবুঝি শুরু তার। তবে নতুনদের মধ্যে সাও পাওলোর প্লেমেকার গানসো এবং গ্র্যাবিয়াল জিসাসকে নিয়ে ব্রাজিলীয় মিডিয়া বেশ আশাবাদী। ব্রাজিলের হয়ে এই আসরেই অভিষেক হতে পারে এই দুই প্রতিভাবানের।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment