Thursday, May 5, 2016
সেক্স ডলকে দেবী মনে করে পুজা!
ইন্দোনেশিয়ার সুলাওয়েসি প্রদেশের বানগাই দ্বীপে সমুদ্রে ভাসতে থাকা একটি বড় পুতুল উদ্ধার করে স্থানীয় জেলেরা। দক্ষিণ পূর্ব এশিয়ায় চন্দ্রগ্রহণের পরপরই এটি সমুদ্রে পাওয়া যাওয়ায় জেলেরা সেটিকে দেবী বলে মনে করতে থাকে। খবর বিবিসির। মাথায় কাপড় এবং চমৎকার জামাকাপড় পড়িয়ে তারা এটিকে বাড়িতে সাজিয়ে রাখে। দেবী হিসাবে সেটিকে পুজা করতেও শুরু করে। খবর পেয়ে ইন্দোনেশিয়ান পুলিশ গিয়ে দেখতে পায়, সেটি আসলে যৌনকর্মে ব্যবহার করা একটি বড় পুতুল অর্থাৎ সেক্সডল। ইন্দোনেশিয়ার প্রত্যন্ত এলাকাগুলোয় অনেকেই অতি প্রাকৃতিক বিষয়ে বিশ্বাস করেন। স্থানীয় পুলিশ প্রধান হেরু প্রামুকার্নো বলেন, এই গ্রামবাসীদের ইন্টারনেট বা ততটা শিক্ষা নেই, তাই তারা জানেও না সেক্সডল কী। তাদের এ অজ্ঞতার কারণেই সমুদ্রে পাওয়া পুতুলটিকে তারা দেবী বলে পুজা শুরু করে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটির ছবি তুলে দেয়ার পর সেখানেও অনেকেই একই ভুল করেন।
Labels:
আন্তর্জাতিক
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment