দক্ষিণ আফ্রিকার জোহানসবার্গের একটি আদালত বলেছে সেদেশের স্বর্ণের খনির সাবেক কর্মীরা তাদের স্বাস্থ্যের ক্ষতির জন্য কোম্পানিগুলোর বিরুদ্ধে মামলা করতে পারবে।
বিবিসির জোহানসবার্গ প্রতিনিধি জানান, এ ধরনের মামলার নিষ্পত্তি হতে ১০ বছর পর্যন্ত সময় লাগতে পারে। খনি শ্রমিকরা আশা করছেন, মামলায় জিতলে তারা এবং তাদের পরিবার স্বাচ্ছন্দ্যে জীবন কাটাতে পারবে।
আদালতের এই সিদ্ধান্ত একটি শ্রেণির মানুষের জন্য বড় পথ খুলে দিয়েছে।
খনির সাবেক কর্মীরা জানান তারা সিলিকোসিস নামক ফুসফুসের জটিল রোগে ভুগছেন। যার পুরোপুরি নিরাময় সম্ভব নয়। খনিতে স্বর্ণ উত্তোলনের সময় প্রচুর সিলিকা মিশ্রিত ধুলা উৎপন্ন হয়। এই ধুলা শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে ফুসফুসে গিয়ে শ্বাসকষ্ট, কফ, বুকে ব্যথা সৃষ্টি করে। সূত্র: বিবিসি


No comments:
Post a Comment