তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় বিনিয়োগ প্রতিষ্ঠানের প্রতিনিধিরা বাংলাদেশের আইসিটি সেক্টরে বিনিয়োগের ক্ষেত্রে তাদের গভীর আগ্রহের কথা ব্যক্ত করেছে। বিজনেস কাউন্সিল ফর ইন্টারন্যাশনাল আন্ডারস্ট্যান্ডিং -এর সহযোগিতায় সম্প্রতি আয়োজিত গোলটেবিল বৈঠকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বক্তব্য রাখেন।
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘ডিজিটাল বাংলাদেশ’ এখন আর স্বপ্ন নয়। বাংলাদেশে বিদেশি বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে নতুন উদ্ভাবনী শক্তি ও উদ্যোক্তাদের কাজে লাগিয়ে হাইটেক পার্ক ও আইটি পার্ক স্থাপনসহ বাংলাদেশ সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। তিনি যুক্তরাষ্ট্রের বিভিন্ন কোম্পানির উপস্থিত প্রতিনিধিদের প্রতি বাংলাদেশ সরকার কর্তৃক আইসিটি ক্ষেত্রে প্রদত্ত সুযোগ-সুবিধা গ্রহণের উদাত্ত আহ্বান জানান। অনুষ্ঠানে বাংলাদেশের আইটি ক্ষেত্রে ব্যাপক সম্ভাবনা সম্বলিত ডিজিটাল প্রেজেন্টেশনও উপস্থাপন করা হয়।
গুরুত্বপূর্ণ এই গোলটেবিল আলোচনার পাশাপাশি দুটো সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। বাংলাদেশ কম্পিউটার সমিতি এবং আমেরিকান অ্যাসোসিয়েশন অব বাংলাদেশি ইঞ্জিনিয়ার ও স্থপতি এর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়।
বাংলাদেশ হাইটেক পার্ক অথরিটি ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাস এর সহযোগিতায় উক্ত গোলটেবিল বৈঠক এর আয়োজন করে। মো. শামীম আহসান, এনডিসি, কনসাল জেনারেল, বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, নিউইয়র্ক, শাহাবউদ্দিন পাটোয়ারী, মিনিস্টার (ইকোনোমিক), বাংলাদেশ দূতাবাস, ওয়াশিংটন ডিসি, এস এম আশরাফুল ইসলাম, নির্বাহী পরিচালক, বাংলাদেশ কম্পিউটার সমিতি, এ এন এম শফিকুল ইসলাম, প্রজেক্ট ডিরেক্টর, কালিয়াকৈর হাইটেক পার্ক প্রজেক্ট, শামীম আহসান, সভাপতি, বেসিস এবং অনির চৌধুরী, পলিসি উপদেষ্টা, অ২১ প্রজেক্ট, প্রধানমন্ত্রীর কার্যালয়, অন্যান্যের মধ্যে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment