Thursday, May 5, 2016
র্যাংকিংয়ে ৭ নম্বরেই বাংলাদেশ
পাঁচে নয় ওয়ানডে র্যাংকিংয়ের সাত নম্বরেই রয়েছে বাংলাদেশ। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি প্রকাশিত সর্বশেষ র্যাংকিংয়ে এই অবস্থান জানানো হয়েছে। তবে আগের চেয়ে বাংলাদেশের রেটিং পয়েন্ট বেড়ে হয়েছে ৯৮। এই মুহূর্তে ১২৪ রেটিং পয়েন্ট নিয়ে ওয়ানডে র্যাংকিংয়ে শীর্ষে অস্ট্রেলিয়া। দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে যথাক্রমে নিউজিল্যান্ড (১১৩) ও দক্ষিণ আফ্রিকা (১১২)। আর ১০৯ রেটিং পয়েন্ট নিয়ে ভারতের অবস্থান চারে, ১০৪ পয়েন্ট নিয়ে শ্রীলংকা পাঁচে এবং ১০৩ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে ইংল্যান্ড। তবে বাংলাদেশের পরে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ (৮৮) ও পাকিস্তান (৮৭)। এরপরের অবস্থান যথাক্রমে আফগানিস্তান (৫১), জিম্বাবুয়ে (৪৭) ও আয়ারল্যান্ড (৪২)। এদিকে টেস্ট র্যাংকিংয়ে বাংলাদেশের রেটিং পয়েন্ট বাড়লেও অবস্থান ৯ নম্বরেই রয়েছে। তবে টি ২০ র্যাংকিংয়ে এখনও বাংলাদেশ আফগানিস্তানের পেছনে অর্থাৎ ১০ নম্বরে রয়েছে। মাশরাফিদের রেটিং পয়েন্ট ৭৪। তবে ১৩২ রেটিং পয়েন্ট প্রথমবারের মত নিউজিল্যান্ড মারকুটে এই ফরমেটের শীর্ষে উঠে এসেছে। আর টি ২০ বিশ্বকাপ জয়ী ওয়েস্ট ইন্ডিজ (১২২) নেমে গেছে তিনে। ১৩২ রেটিং পয়েন্ট নিয়ে ভারত দ্বিতীয়। এরপর রয়েছে যথাক্রমে চতুর্থ দক্ষিণ আফ্রিকা (১১৯), পঞ্চম ইংল্যান্ড (১১৪), ষষ্ঠ অস্ট্রেলিয়া (১১০), সপ্তম পাকিস্তান (১০৪), অষ্টম শ্রীলংকা (৯৮), নবম আফগানিস্তান (৭৮), ১০ম বাংলাদেশ (৭৪), ১১তম নেদারল্যান্ডস (৬৭), ১২তম জিম্বাবুয়ে (৫৮), ১৩তম স্কটল্যান্ড (৫৭), ১৪তম আরব আমিরাত (৪৮), ১৬তম ওমান (৩৭) ও ১৭তম হংকং (২৯)।
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment