মিয়ানমারের অং সান সু চির সঙ্গে রবিবার বৈঠক করবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। এটাই হবে সু চির নতুন বেসামরিক সরকারের সঙ্গে ওয়াশিংটনের প্রথম উচ্চ পর্যায়ের বৈঠক। মিয়ানমারে কয়েক দশকের সেনা শাসনের পর প্রথম গণতান্ত্রিক অগ্রগতির পথে সহায়তার প্রস্তাব দিচ্ছে যুক্তরাষ্ট্র।
মিয়ানমারে রাজনৈতিক পরিবর্তনের স্বীকৃতি হিসেবে যুক্তরাষ্ট্র দেশটির ওপর বেশ কয়েকটি আর্থিক ও বাণিজ্যিক নিষেধাজ্ঞা তুলে নেয়ার কয়েকদিন পর রাজধানী নাইপিদোতে কেরি ও সু চি’র এই বৈঠক হওয়ার কথা রয়েছে।
মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রী সু চি জান্তা আমলের সংবিধানের জন্য দেশটির প্রেসিডেন্ট হতে পারেননি। তবে বর্তমান সরকারকে গতিশীল করতে তার ভূমিকার জন্য স্টেট কাউন্সিলরের নতুন পদ সৃষ্টি করা হয়। আর সু চি হলেন দেশের স্টেট কাউন্সিলর।
মিয়ানমারের প্রেসিডেন্টের কার্যালয়ের মুখপাত্র জ তাই বলেন, কেরি প্রেসিডেন্টের সঙ্গে নয়, স্টেট কাউন্সিলরের সঙ্গে বৈঠক করবেন।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কেরি মিয়ানমারের সেনা প্রধান মিন অং হাইংয়ের সঙ্গেও বৈঠক করবেন বলে ধারণা করা হচ্ছে। খবর: এএফপি।
No comments:
Post a Comment