ভেনিজুয়েলায় বন্ধ ফ্যাক্টরিগুলোর মালিকদের গ্রেফতারের হুমকি দিয়েছে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। তিনি ফ্যাক্টরি মালিকদের কাজ শুরুর নির্দেশ দিয়েছেন বলে জানায় বিবিসি।
দেশটির রাজধানী কারাকাসে দেয়া এক বক্তব্যে তিনি বলেন, দেশের গভীর অর্থনৈতিক সমস্যার সমাধানে উৎপাদন বৃদ্ধি করতে হবে। শুক্রবার জরুরি অবস্থা ঘোষণার পর শনিবার বক্তব্যটি দেন তিনি।
দেশটিতে তার বিরোধী দল মধ্যবর্তী নির্বাচনের জন্য চাপ দিলেও নির্দিষ্ট সময় পর্যন্ত ক্ষমতায় থাকার ঘোষণা দিয়েছেন মাদুরো। এদিকে জরুরি অবস্থা ঘোষণা সম্পর্কে তিনি বলেন, বিদেশি শক্তি তার বামপন্থি সরকার উৎখাতের যে চেষ্টা করছে তা থেকে দেশকে রক্ষা করতেই জরুরি অবস্থা ঘোষণা করা হচ্ছে।
উল্লেখ্য, ভেনিজুয়েলায় চলতি অর্থনৈতিক মন্দা ও বেকারত্ব নিয়ে তীব্র অসন্তোষকে পুঁজি করে আন্দোলন চালিয়ে যাচ্ছে বিরোধী দল। তারা মধ্যবর্তী নির্বাচনের দাবি জানাচ্ছে। বিবিসি।


No comments:
Post a Comment