রমজানে যুক্তরাষ্ট্র ও ইউরোপে হামলা চালানোর আহ্বান জানিয়েছে ইসলামিক জঙ্গি সংগঠন (আইএস)। গোষ্ঠীটির মুখপাত্রের পাঠানো বলে কথিত এক নতুন অডিও বার্তায় অনুসারীদের প্রতি এই আহ্বান জানানো হয়েছে বলে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে।
বার্তায় বলা হয়, রমজান মাস জয় করার ও জিহাদের মাস। অবিশ্বাসীদের জন্য এই মাসটিকে সব জায়গায় বিপর্যয়ের মাস করে তোলার জন্য প্রস্তুতি নাও, প্রস্তুত হও... বিশেষ করে ইউরোপে ও আমেরিকায় থাকা যোদ্ধারা এবং খিলাফতের সমর্থকরা।
আইএসের মুখপাত্র আবু মুহাম্মদ আল-আদানি শনিবার তাদের টুইটার অ্যাকাউন্টগুলোতে বার্তাটি প্রচার করেন। সাধারণত এসব অ্যাকাউন্টে আইএসের বার্তাগুলো প্রকাশ করা হলেও অডিও ক্লিপটির সত্যাসত্য নির্ধারণ করা সম্ভব হয়নি।
আদানি বলেন, তাদের কেন্দ্রস্থলে ছোট কোনো হামলাও অনেক ভাল এবং তুমি আমাদের সঙ্গে থাকার চেয়েও বেশি অনুপ্রেরণাদায়ী। তোমাদের কেউ যখন ইসলামিক স্টেটে পৌঁছানোর স্বপ্ন দেখছো, তখন আমরা স্বপ্ন দেখছি তোমাদের অবস্থানে থেকে দিনরাত ক্রুসেডারদের শাস্তি দেয়ার।
গত কয়েক বছরে জঙ্গিগোষ্ঠীটি ফ্রান্স, বেলজিয়াম ও যুক্তরাষ্ট্রে চালানো বেশ কয়েকটি প্রাণঘাতী হামলার দায় স্বীকার করেছে।
No comments:
Post a Comment