চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে উইকেট শিকারীদের তালিকায় শীর্ষে উঠার পথে রয়েছেন মুস্তাফিজুর রহমান। ৯ ম্যাচে ১৩টি উইকেট নিয়ে মিচেল ম্যাকক্লেগানের ঠিক পরেই রয়েছেন এই কাটার মাস্টার।
ম্যাচ শুরুর আগে ১০ উইকেট ছিল মুস্তাফিজের। রবিবার মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে বোলিং করতে এসে প্রথম বলেই উইকেট পান। পরের দুই ওভারে তুলে নেন আরো দুই উইকেট। তিন উইকেট নিয়ে চলে আসেন তালিকার দ্বিতীয় অবস্থানে। সুযোগ তৈরি হয় তালিকার শীর্ষে ওঠার।
কিন্তু এদিন সেই সুযোগ হয়নি মুস্তাফিজের। তার এক ওভার বাকি থাকলেও অধিনায়ক তার হাতে আর বল তুলে দেননি। ভুবনেশ্বর ও আশিস নেহরার হাতে বল তুলে দেন ওয়ার্নার।
আশিস নেহরা শেষ উইকেট তুলে নিয়ে মুম্বাই ইন্ডিয়ানসের ইনিংসের সমাপ্তি ঘটান।


No comments:
Post a Comment