হেজবুল্লাহ্ সিরিয়ায় শিয়া সংগঠনটির শীর্ষ সামরিক কমান্ডার মুস্তফা বদরুদ্দিনের মৃত্যুর কথা ঘোষণা করেছে। শুক্রবার আল-মানার টিভিতে শিয়া সংগঠনটির একটি বিবৃতি সম্প্রচার করা হয়। খবর এএফপি’র।
এতে বলা হয়েছে- তিনি কয়েক মাস আগে বলেছিলেন, 'শহীদ অথবা বিজয় পতাকা ছিনিয়ে না আনা পর্যন্ত আমি সিরিয়া থেকে ফিরে আসব না।' তিনি আমাদের শীর্ষ কমান্ডার মুস্তফা বদরুদ্দিন। আজ তিনি শহীদ হয়ে ফিরে এলেন।’
লেবাননের সাবেক প্রধানমন্ত্রী রফিক হারিরিকে হত্যার জন্য হেজবুল্লাহর যে ৫ নেতাকে অভিযুক্ত করা হয়েছে, বদরুদ্দিন তাদের একজন।


No comments:
Post a Comment