আবারও বাংলাদেশ জাতীয় দলের কোচ হিসেবে নিতে যাচ্ছেন লোডভিক ডি ক্রুইফ। একইসঙ্গে নিষিদ্ধ চার খেলোয়াড়কে দলে ফেরানোর উদ্যোগও নিয়েছে বাফুফে।
শৃঙ্খলাভঙ্গের অভিযোগে নিষিদ্ধ হওয়া মামুনুল, ইয়াছিন, সোহেল রানা ও জাহিদ হোসেন বিনা শর্তে ক্ষমা চাইলে তাদের জাতীয় দলে ফেরানো হবে বলে জানিয়েছেন বাফুফে সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ।
শনিবার বিকেলে বাফুফে কার্যনির্বাহী কমিটির বৈঠক শেষে তিনি বলেন, 'জাতীয় দলের যে চারজন খেলোয়াড়কে নিষিদ্ধ করা হয়েছে, তারা যদি ক্ষমা প্রার্থনা করেন; তবে আমরা বিষয়টি বিবেচনা করব। যাতে করে তাদের পুনরায় জাতীয় দলে অন্তর্ভুক্ত করা যায়। আমরা আশা করব এতে করে আগামীতে আমাদের রেজাল্ট ভালো হবে। এই জন্য আপনাদের সার্বিক সহযোগিতা আমরা কামনা করি।’
গত বছর সাফ ফুটবল চলাকালে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে চলতি বছর ২ মার্চ নিষিদ্ধ করা হয় জাতীয় দলের তৎকালীন অধিনায়ক মামুনুল ইসলামসহ ৪ ফুটবলারকে। যার মধ্যে মামুনুল ও জাহিদ হোসেনকে ১ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছিল। অপর দুই ফুটবলার ইয়াসিন খান ও সোহেল রানাকে নিষিদ্ধ করা হয়েছিল ৬ মাসের জন্য।
এ ছাড়া তদন্তের আওতায় থাকা বাকি ৩ ফুটবলার গোলরক্ষক শহিদুল আলম সোহেল, আতিকুর রহমান মিশু ও ইয়ামিন আহমেদ চৌধুরী মুন্নাকে সতর্ক করা হয়েছিল।


No comments:
Post a Comment