Thursday, May 5, 2016
পাঞ্জাবকে হারিয়ে শীর্ষে কলকাতা
ব্যাট হাতে মাঠে নামার সুযোগই পাননি। বল হাতে তিন ওভারে ২১ রান দিয়ে কোনো উইকেট পাননি সাকিব আল হাসান। ক্যাচ নিয়েছেন দুটি। তাতে অবশ্য কলকাতা নাইটরাইডার্সের (১৬৪/৩) জয় আটকে থাকেনি। বুধবার নিজেদের মাঠে তারা সাত রানে হারিয়েছে কিংস ইলেভেন পাঞ্জাবকে (১৫৭/৯)। এই জয় গৌতম গম্ভীরের দলকে পয়েন্ট টেবিলে শীর্ষে তুলে দিয়েছে। নয় ম্যাচে তাদের পয়েন্ট ১২। দ্বিতীয় স্থানে নেমে গেছে গুজরাট। চতুর্থ ওভারেই পাঞ্জাব তিন উইকেট হারিয়েছিল মাত্র ১৩ রানে। গ্লেন ম্যাক্সওয়েলের ৪২ বলে ৬৮ রানের ইনিংস স্বপ্ন দেখাচ্ছিল পাঞ্জাবকে। কিন্তু দু’দুটি রানআউটে পাঞ্জাবের তরী ডোবে তীরে এসে। সাত বলে ২১ রানে অক্ষর প্যাটেলের রানআউট প্রীতি জিনতার শেষ আশাটুকু মুছে দেয়। দুটি রানআউটেই ভূমিকা রাখেন আন্দ্রে রাসেল। চার উইকেট নেয়ার পাশাপাশি ওই দুটি রানআউট তাকে ম্যাচসেরার পুরস্কার এনে দেয়। নাইটরাইডার্সের দুই ওপেনার রবিন উথাপ্পা (৭০) ও গৌতম গম্ভীরের (৫৪) ফিফটি ইনিংস নির্মাণে মুখ্য ভূমিকা রাখে। ইডেনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতা নাইটরাইডার্সের মালিক শাহরুখ খান। ম্যাচ শেষে নিজের ছোট ছেলের সঙ্গে মাঠেই খেলায় মেতে ওঠেন বলিউড বাদশা। সেট ম্যাক্স।
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment