Sunday, May 22, 2016
পাকিস্তানে তালেবান নেতা নিহত : আফগানিস্তান
আফগানিস্তানের গোয়েন্দা কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে মার্কিন ড্রোন অভিযানে তালেবান নেতা মোল্লা আখতার মনসুর নিহত হয়েছে। এর আগে যুক্তরাষ্ট্র বলেছিল যে আফগান সীমান্তের কাছে পাকিস্তানের প্রত্যন্ত একটি এলাকায় তাদের সামরিক বাহিনীর বিমান হামলায় তালেবান নেতা মোল্লা আখতার মনসুর সম্ভবত নিহত হয়েছে। ওসামা বিন লাদেনের পর আরও একজন তালেবান নেতা পাকিস্তানের মাটিতে মার্কিন হামলায় প্রাণ হারালো। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার অনুমোদন নিয়ে আহমাদ ওয়াল শহরের কাছে স্থানীয় সময় শনিবার বেলা ৩টায় এই হামলা চালানো হয়। এই তালেবান নেতা এবং আরও একজন যোদ্ধাকে লক্ষ্য করে অভিযান পরিচালনা করে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। পেন্টাগনের একজন মুখপাত্র বলেন, মোল্লা মনসুর গত জুলাই থেকে তালেবানের প্রতিষ্ঠাতা এবং আধ্যাত্মিক প্রধান মোল্লা মোহাম্মদ ওমরের পরিবর্তে দায়িত্ব ছিলেন। তাদের মতে মিস্টার মনসুর ছিলেন বেসামরিক মানুষ ও নিরাপত্তা বাহিনীর জন্যে বড় হুমকি এবং শান্তির পথে বড় বাধা। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের একজন মুখপাত্র বলেছেন অভিযানের বিষয়ে পাকিস্তান ও আফগানিস্তানকে জানানো হয়েছে। এদিকে তালেবান বিদ্রোহীরা গত মাসে কাবুল সহ আফগানিস্তানের কয়েকটি শহরে নতুন করে হামলা শুরু করেছিল। সংবাদদাতারা বলছেন ২০১৪ সালে আন্তর্জাতিক বাহিনী প্রত্যাহারের পর থেকে এসব সহিংসতা বাড়ছিল। কয়েক বছর আগে পাকিস্তানের অ্যাবোটাবাদে তালেবান নেতা ওসামা বিন লাদেনকে হত্যার অভিযান চালায় যুক্তরাষ্ট্রের কমান্ডো বাহিনী।
Labels:
আন্তর্জাতিক
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment