ইসরাইল থেকে প্রাকৃতিক গ্যাস আমদানি চুক্তির বিরোধিতা করে জর্ডানের রাজধানী আম্মানে হাজার হাজার মানুষ সমাবেশ করেছে। ব্যানার, ফেস্টুন নিয়ে শ্লোগান দিয়ে ব্যাপক বিক্ষোভ প্রর্দশন করে লোকজন।
দেশটির ট্রেড ইউনিয়ন ও রাজনৈতিক দলগুলোর আহ্বানে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এদিন বিক্ষুব্ধ লোকজন রাস্তায় বিভিন্ন ব্যানার বহন করে। যাতে লেখা ছিল— ‘জর্ডানের নাগরিকের পকেট থেকে ইহুদিবাদীদের অর্থায়ন করা যাবে না।’ ‘ইহুদি শত্রুদের থেকে কোনো গ্যাস আমদানি করা যাবে না।’এসময় তারা চিত্কার করে বলেন, ‘ইহুদিদের কাছ থেকে গ্যাস আনা অপমানজনক’।
এদিকে দেশটির সরকার ইতোমধ্যেই নিরাপত্তাসহ অসংখ্য ইস্যুতে চাপের মুখে রয়েছে। তার মধ্যে এ বিক্ষোভ তাদেরকে আরো সঙ্কটের মধ্যে ফেলবে।
১৯৯৪ সালে ইসরাইল ও জর্ডানের মধ্যে শান্তি চুক্তিরও বিরোধিতা করে জর্ডানি রাজনৈতিক দলগুলো। দেশটির অর্ধেক জনসংখ্যা ফিলিস্তিন থেকে এসেছেন। ইসরাইলের অফশোর গ্যাস মজুদ উন্নয়নে মার্কিন পরিচালিত কনসোরটিয়াম ও ন্যাচারাল ইলেকট্রিক পাওয়ার কোম্পানির (নেপকো)সাথে গত সোমবার চুক্তি হয়। চুক্তি অনুযায়ী এ বিশাল ভূখণ্ড থেকে প্রতিদিন ৮ দশমিক ৫ মিলিয়ন কিউবিক মিটার গ্যাস জর্ডানে আনা হবে। ১৫ বছরের জন্য চুক্তিটি করেছে জর্ডান ও ইসরাইল।
No comments:
Post a Comment