‘সুন্দর ফুটবলের’ পূজারী ব্রাজিল। এদিক থেকে রেসিফি তথা পের্নামবুকোর অবদান নিয়ে কোনো সন্দেহই নেই। নউতিকো, শান্তা ক্রুজ ও স্পোর্ত নামে তিনটি ক্লাব আছে পের্নামবুকোতে; দৃষ্টিনন্দন ফুটবল খেলে যারা সবসময়ই ব্রাজিলের সুন্দর ফুটবলের পূজায় অর্ঘ দিয়ে এসেছে।
রেসিফি থেকে খুব দূরে নয় পের্নামবুকো, কিন্তু আটলান্টিক মহাসাগরের আশীর্বাদপুষ্ট রেসিফির ঝলমলে অর্থনীতির ছোঁয়া ছোট্ট এই গ্রাম আদলের শহরটিতে তেমন করে লাগেনি। অবহেলিত এই শহরকেই দারুণ এক উপহার দিল ব্রাজিল বিশ্বকাপ। নতুন এক মাঠ উপহার দিয়ে এখানেই ব্রাজিল বিশ্বকাপের ৫টি ম্যাচ আয়োজন করছে কর্তৃপক্ষ।
একদিকে সাগর এসে দোল দেয়, অন্য দিগন্তে সবুজ বন প্রকৃতির গল্প শোনায়; আর পের্নামবুকোর বুক চিরে ছোট-বড় অনেক নদীর সমাহার। এর মধ্যেই অবস্থান আরেনা পের্নামবুকোর।
প্রকৃতির মাঝে হলেও আধুনিকতার সব ছোঁয়াই আছে আরেনা পের্নামবুকোয়। রেস্তোরাঁ, শপিং সেন্টারের সঙ্গে আরেনা পের্নামবুকো কমপ্লেক্সে সিনেমা দেখার ব্যবস্থাও রাখা হয়েছে।
No comments:
Post a Comment