মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বুধবার টেলিফোনে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগানের সঙ্গে কথা বলেছেন। এসময় তিনি ইসলামিক স্টেট গ্রুপের বিরুদ্ধে যুদ্ধে আঙ্কারাকে আরো জোরালো সহযোগিতা করার আহবান জানান। হোয়াইট হাউসের এক বিবৃতিতে একথা জানানো হয়।
ওবামা বলেন, ‘এক্ষেত্রে সফল হতে এবং যুক্তরাষ্ট্রের বিভিন্ন অবস্থানে হামলার হুমকি হ্রাসে সিরিয়ায় আইএসআইএলকে চাপের মুখে রাখতে ওয়াশিংটন ও আঙ্কারার মধ্যে জোরালো সহযোগিতা প্রয়োজন।’
এব্যাপারে আরো সংলাপের আহবান জানিয়ে ওবামা আইএসআইল দমনে ইরাকে জোট গঠন প্রচেষ্টায় তুরস্কের যথাযথ অংশগ্রহণেরও কথাও বলেন।
বিবৃতিতে আরো বলা হয়, ওবামা ও এরদোগান ইরাকের ভূখন্ডগত অখন্ডতা বজায় রাখার জন্য তাদের জোরালো সমর্থনের বিষয়ে সম্মত হয়েছেন।
উল্লেখ্য, ইরাকের উত্তরাঞ্চলে তুরস্ক সৈন্যের অবস্থান এবং মসুল অভিযানে দেশটির ভূমিকা রাখার জোর তৎপরতায় বাগদাদের সাথে আঙ্কারার তীব্র বাদানুবাদের প্রেক্ষিতে ওয়াশিংটন উদ্বিগ্ন হয়ে ওঠে। কারণ যুক্তরাষ্ট্র উভয়মিত্রকে তার পাশে রাখতে চায়।
এদিকে এ সপ্তাহে ইরাক তুরস্কের দাবি অস্বীকার করে জোর দিয়ে বলেছে, মসুলে হামলায় আঙ্কারা অংশ নেয়নি।
পশ্চিমা প্রতিরক্ষা প্রধানরা আইএসের পরবর্তী শক্তিশালী ঘাঁটি সিরিয়ার রাকায় অভিযান চালানোর পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছেন।
মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী অ্যাস্টোন কার্টার বুধবার বলেন, রাকা পুনর্দখলে তুরস্ককে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
Thursday, October 27, 2016
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment