ব্রাজিল থেকে এই প্রথম কোনো বাংলাদেশির লাশ দেশে আসছে ।সম্প্রতি আরো ২ জন বাংলাদেশি মারা গেছে ব্রাজিলে। কিন্তু তাদের ভিবিন্ন সমস্যার কারণে ব্রাজিলেই দাফন করা হয়।
আজ বাংলাদেশিদের ভালোবাসার টানে অনেক বাধা বিপত্তি পেরিয়ে আজিমের মরদেহ দেশে হস্তান্তরের উদ্দেশ্যে ব্রাজিল এয়ারপোর্ট থেকে পাঠানোর কাজ সম্পন্ন হয়েছে।
গত ১৪ই অক্টোবর ব্রাজিল সময় শুক্রবার দুপুর ১২টায় সাও পাওলোয় অবস্থিত একটি হাসপাতাল মকা মুনিসিপাল এ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি ছিলেন একজন স্বনামধন্য কাপড় ব্যবসায়ী এবং ব্রাজিল সাও পাওলোয় অবস্থানরত প্রবাসী ভাইদের অতি পরিচিত মুখ। মৃত্যুর সময় তার বয়স ছিল ৪২ বছর এছাড়া প্রায় দীর্ঘদিন যাবৎ তিনি ডায়বেটিস এ আক্রান্ত ছিলেন এবং সবশেষে কিডনী ডিজেস হওয়ায় প্রায় ৩ মাস হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
ফেনীর সন্তান ব্রাজিল প্রবাসী মো. আজিম উদ্দিনের শেষ জানাযা গত ১৮ই অক্টোবর মঙ্গলবার বাদ আছর বিকাল ৫টায় ব্রাজিলের সাও পাওলোর ব্রাসে লিগা ডা জুভেন্টুড নামে একটি মসজিদে অনুষ্ঠিত হয়। তার মৃত্যুর পর এই জানযার মধ্যে দিয়ে তাকে শেষ বিদায় দেওয়া হয়।
ফেনীর সন্তান ব্রাজিল প্রবাসী মো. আজিম উদ্দিনের শেষ জানাযা গত ১৮ই অক্টোবর মঙ্গলবার বাদ আছর বিকাল ৫টায় ব্রাজিলের সাও পাওলোর ব্রাসে লিগা ডা জুভেন্টুড নামে একটি মসজিদে অনুষ্ঠিত হয়। তার মৃত্যুর পর এই জানযার মধ্যে দিয়ে তাকে শেষ বিদায় দেওয়া হয়।
মারা যাওয়ার পর তার মৃতদেহ লাশ বহনকারী কোম্পানি ওরগানিজাসাও কায়তানেনসি লুতো লিনিতাডা এর কাছে হস্তান্তর করা হয়েছিল।
কোম্পানিটি তার লাশ প্রক্রিয়াকরণ শেষ করার পর প্রায় ৮ দিনের মাথায় আজ ২২শে অক্টোবর ব্রাজিল সময় রাত ১টা ২৫মিনিটে সাও পাওলোর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এমারত এয়ারলাইন্সের কাছে হস্তান্তর করা হয়।
আগামী ২৩শে অক্টোবর রবিবার বাংলাদেশ সময় বিকাল ৫টা ২০মিনিটে তার লাশ বাংলাদেশের হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পৌছাবে। এরপর তার পরিবার ও আত্নীয়স্বজনের কাছে লাশটি হস্তান্তর করা হবে।
No comments:
Post a Comment