কলম্বিয়ার সরকার দেশের দ্বিতীয় বৃহত্তম বিদ্রোহী গ্রুপ ন্যাশনাল লিবারেশন আর্মির (ইএলএন) সাথে বৃহস্পতিবার আলোচনা শুরু করছে। আলোচনায় ফলপ্রসূ কিছু ঘটলে তা কলম্বিয়ার সশস্ত্র সংঘাত নিরসনে প্রেসিডেন্ট সান্তোসের প্রচেষ্টার ক্ষেত্রে একটি নতুন দিকের উন্মোচন ঘটাবে।
অর্ধ শতকেরও বেশী সময় ধরে চলা এই সংঘাতে ২ লাখ ৬০ হাজারের বেশী লোক প্রাণ হারিয়েছে। সান্তোস কলম্বিয়ার বৃহত্তম সশস্ত্র বাহিনী ফার্কের সাথে ইতোমধ্যে একটি শান্তি চুক্তি স্বাক্ষর করেন। আর এর পরপরই তিনি এ বছরের নোবেল শান্তি পুরস্কার পান।
তবে গত ২ অক্টোবর কলম্বিয়ায় অনুষ্ঠিত ওই শান্তি চুক্তি সংক্রান্ত এক গণভোটে ভোটাররা তা প্রত্যাখ্যান করে। ফলে দেশটিতে সব পক্ষের সম্মতিতে নতুন করে আরেকটি শান্তি চুক্তি করার চেষ্টা চালানো হচ্ছে। এএফপি।
No comments:
Post a Comment