ইরাকি বাহিনীর আইএস নিয়ন্ত্রিত শহর মসুলের দিকে অগ্রসর হওয়া অব্যাহত রয়েছে। সোমবার তারা মসুলের পূর্ব প্রান্তের কয়েকশ’ মিটার দূরে অবস্থান নেয়ার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে।
সম্প্রতি বারতাল্লা শহরকে পুনর্দখল করা হয়েছে। মসুলের পথে এখন মাত্র দুটি গ্রাম ইসলামিক স্টেট (আইএস) এর দখলে রয়েছে। ইরাকি বাহিনীর এক কর্মকর্তা বলেন , ‘বাজওয়াইয়া ও জগজালি পুনরুদ্ধারে এ অভিযান চালানো হচ্ছে। মসুলের আগে সর্বশেষ এই দুটি গ্রাম জিহাদিদের দখলে রয়েছে।’
তিনি আরো বলেন, ‘আমরা যদি তা করতে পারি, তবে আমরা মসুল থেকে কয়েকশ মিটার দূরে অবস্থান নিতে পারব।’ মসুল তাইগ্রিস নদী দিয়ে দুই ভাগে বিভক্ত। ইরাকের দ্বিতীয় বৃহত্তম নগরী মসুল পুনরুদ্ধারে ঠিক দুই সপ্তাহ আগে একটি বড় ধরনের অভিযান শুরু হয়েছে। কয়েক বছরের মধ্যে সবচেয়ে বড় এই অভিযানে হাজার হাজার নিরাপত্তা সদস্য অংশ নিয়েছে। ইরাকী বাহিনী মসুলের উত্তর, পূর্ব ও দক্ষিণ দিক দিয়ে অগ্রসর হচ্ছে। এএফপি।
No comments:
Post a Comment