মার্কিন যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের মাত্র কদিন আগে ডেমোক্রেটিক দলের প্রার্থী হিলারি ক্লিনটনের ব্যক্তিগত ইমেইল ব্যবহারের বিষয়ে নতুন করে তদন্ত শুরু করার সিদ্ধান্তকে তীব্র সমালোচনা করেছে হিলারির প্রচারণা শিবির।
এ প্রসঙ্গে হিলারি ফ্লোরিডাতে নির্বাচনী প্রচারণায় বলেছেন নির্বাচনের দুই সপ্তাহেরও কম সময় আগে এফবিআইএর এই ঘোষণা এটা শুধু অদ্ভুত নয় নজিরবিহীনও বটে। তিনি আরও বলেছেন এটা গভীর সমস্যা-যুক্ত কারণ ভোটাররা সবটুকু জানার অধিকার রাখে। তবে তার বিশ্বাস, নতুন তদন্তে আগের সিদ্ধান্তের কোন পরিবর্তন হবে না।
এ ব্যাপারে এফবিআইএর পরিচালক জেমস কোমি বলেছেন, তারা সাধারণভাবে কংগ্রেসকে বিষয়টি সম্পর্কে অবহিত করেনি। নতুন এই ইমেইলের বিষয়ে জানানোটা তিনি তার নৈতিকতাবোধ থেকেই করছেন। আমেরিকার জনগণকে তিনি ভুল পথে পরিচালিত করতে চান না।
নির্বাচনের মাত্র কিছুদিন আগে হিলারি ক্লিনটনের ব্যক্তিগত ইমেইল ব্যবহারের বিষয়ে নতুন করে তদন্ত শুরু করায় এফবিআই এর পরিচালক মি. কোমি হিলারির সমর্থকদের দ্বারা তীব্রভাবে সমালোচিত হয়েছেন।
এদিকে মি. ট্রাম্প বলেছেন, কলোরাডোতে এক জনসভায় তিনি বলেন হিলারির ব্যক্তিগত ইমেইল সার্ভার ব্যবহার করাটা ইচ্ছাকৃত,উদ্দেশ্যপ্রনোদিত। মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতির ইতিহাসের ওয়াটারগেট কেলেঙ্কারির পরেই হিলারির ইমেইলের বিষয়টি সবচেয়ে বড় রাজনৈতিক কেলেঙ্কারি। এ পরিস্থিতিকে পুরোপুরি কাজে লাগানোর চেষ্টা করছে বিরোধী রিপাবলিকান ট্রাম্প শিবির।
উল্লেখ্য, হিলারির বিরুদ্ধে ২০১৫ সালে প্রথম অভিযোগটি উঠলেও তদন্তের পর গুরুতর কিছু পাওয়া যায়নি বলে তার বিরুদ্ধে কোন অভিযোগ না আনার সিদ্ধান্ত নেয় সংস্থাটি।
Sunday, October 30, 2016
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment