টেস্ট ক্রিকেটে দেড়শ উইকেটের মাইলফলক স্পর্শ করলেন বিশ্বের অন্যতম শীর্ষ অলরাউন্ডার সাকিব আল হাসান। ইংল্যান্ডের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় ইনিংসে এই মাইলফলক স্পর্শ করেন সাকিব। বাংলাদেশের পক্ষে টেস্টে সর্বোচ্চ উইকেটের মালিকও এখন তিনি।
৪২ টেস্টে ১৪৭ উইকেট নিয়ে চট্টগ্রাম টেস্ট খেলতে নামেন সাকিব। প্রথম ইনিংসে ২ উইকেট নিয়ে মাইলফলক স্পর্শ করার খুব কাছে পৌঁছে যান তিনি। আর দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের ব্যাটসম্যান বেন ডাকেটকে শিকার করে নিজের ১৫০তম উইকেট পূর্ণ করেন সাকিব। শুধু তাই নয়, দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সেরা বোলার সাকিব ৭৯ রানে ৫ উইকেট নেন। টেস্ট ক্যারিয়ারে ১৫তম বারের মত পাঁচ উইকেট শিকারে সাকিবের উইকেট সংখ্যা এখন ১৫৪।
টেস্টে ফরম্যাটে সাকিবের পরে বাংলাদেশের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি মোহাম্মদ রফিক। ৩৩ ম্যাচে ১০০ উইকেট ঝুলিতে আছে এই সাবেক খেলোয়াড়ের। উইকেট শিকারে তৃতীয়স্থানে আছেন ওয়ানডে ও টি টুয়েন্টি অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ২০০৯ সালে সর্বশেষ টেস্ট খেলা ম্যাশের ঝুলিতে রয়েছে ৩৬ ম্যাচে ৭৮ উইকেট।
No comments:
Post a Comment