একাকী প্রশান্ত মহাসাগর পাড়ি দিয়ে বিশ্ব রেকর্ড ভাঙতে চাওয়া চীনা নাবিক গুয়ো চুয়ান নিখোঁজ হয়েছেন।
বিবিসি বলছে, যুক্তরাষ্ট্রের উপকূলরক্ষীরা এখন হাওয়াই উপকূলের জলসীমায় তল্লাশি চালাচ্ছে। ওখানেই তার নৌকার খোঁজ পাওয়া গেছে। কিন্তু তিনি নৌকাতে নেই। মঙ্গলবার ০৭:০০ জিএমটিতে গুয়োর সঙ্গে সহায়তাকারী দলটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
প্রথম চীনা নাবিক হিসেবে একাকী বিশ্বভ্রমণকারী গুয়ো সমুদ্রপথে ২০ দিনে সাংহাই পৌঁছানোর লক্ষ্যে ১৮ অক্টোবর সান ফ্রান্সিসকো ছেড়ে যান।
সহায়তাকারী দলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কিছু সময় পর তার গুয়োর খোঁজে তল্লাশি বিমান পাঠানো হয়। হাওয়াই দ্বীপের ওয়াহু থেকে ৬০০ মাইল দূরে সর্বশেষ তার সঙ্গে যোগাযোগ হয়েছিল।
চীনের সরকারি সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে, 'দ্য কিংদাও চায়না' নামের নৌকাটিকে পাওয়া গেছে। এর মূল পালটি পানিতে পড়েছিল। ৯৭ ফুট দৈর্ঘ্যের নৌকাটিতে গুয়োকে দেখা যায়নি।
ওই নৌকার উদ্দেশে যুক্তরাষ্ট্রের জাহাজ যাত্রা করেছে। উপকূলরক্ষীদের একজন মুখপাত্র বলেন, গুয়ো সুস্বাস্থ্যের অধিকারী এবং একজন অভিজ্ঞ নাবিক। তিনি আরো বলেন, এ কারণেই আমরা কিছুটা আশাবাদী।
প্রশান্ত মহাসাগর পাড়ি দেওয়ার বর্তমান রেকর্ড ২১ দিনের। গুয়ো সেই রেকর্ড ভাঙতে চেয়েছিলেন। ২০১৩ সালে ১২ মিটারের একটি ইয়ট দিয়ে একাকী নাবিক হিসেবে বিশ্বভ্রমণ সম্পন্ন করেন।
No comments:
Post a Comment