৩ উইকেটে দলের ৫০ রান নিয়ে শুরু করেন জো রুট ও মঈন আলী। দলীয় ৬৪ রানে মঈন আলীকে (১০) ক্লিন বোল্ড করে ফেরান মিরাজ।
এরপর দলীয় ৬৯ রানে বেন স্টোকসকে (০) মুমিনুলের ক্যাচ বানিয়ে ফেরান তাইজুল। সেখান থেকে জো রুট ও জনি বেয়ারস্টো দলের হাল ধরেন।
এক পর্যায়ে মনে হচ্ছিল, এই জুটি উইকেটে থিঁতু হতে চলেছে। কিন্তু ৪৫ রানের এই জুটি আবারও ভাঙেন মিরাজ। দলীয় ১১৪ রানে বেয়ারস্টোকে এলবিডব্লিউ করে নিজের চতুর্থ শিকার তুলে নেন তিনি। আর দলীয় ১৪০ রানে অভিষিক্ত জাফর আনসারিকে (১৩) দ্বিতীয় স্লিপে শুভাগত হোমের তালুবন্দি করে মিরাজ ঢাকা টেস্টেও পঞ্চম শিকার পূর্ণ করেন।
আর প্রান্ত আগলে খেলা জো রুটকে দলীয় ১৪৪ রানে সাজঘরে পাঠান তাইজুল ইসলাম। এলবিডব্লিউ হওয়ার আগে তিনি করেন ৫৬ রান।
সর্বশেষ মধ্যাহ্ন বিরতি পর্যন্ত ইংল্যান্ডের সংগ্রহ ১৬৩/৮। ক্রিস ওকস ১২ এবং আদিল রশিদ ৭ রানে ক্রিজে আছেন।
বৃষ্টির কারণে ঢাকা টেস্টের প্রথম দিনের খেলা পুরো হয়নি। ইংলিশরা মাত্র ১২.৩ ওভার খেলে মাঠ ছাড়ে। তাতেই হারিয়ে বসে ৩ উইকেট।
শুক্রবার স্বাগতিকদের ২২০ রানের জবাবে খেলতে নামা ইংলিশদের প্রথম উইকেট তুলে নেন সাকিব আল হাসান। ৭ রানে প্যাভিলিয়নে ফেরেন বেন ডাকেট। পরে মিরাজের শিকার হন ইংলিশ দলপতি অ্যালিস্টার কুক ও গ্যারি ব্যালান্স।
এরআগে তামিম ইকবাল ও মুমিনুল হকের ১৭০ রানের জুটিতে ২২০ রানের সংগ্রহ গড়ে টাইগাররা। তামিম ১০৪ ও মুমিনুল করেন ৬৬ রান।
তবে টপ অর্ডার ও মিডল অর্ডারের ব্যর্থতায় পরবর্তী সময়ে আর বড় সংগ্রহ গড়া হয়নি টাইগারদের।
No comments:
Post a Comment