ক্রিকেট ভদ্রলোকের খেলা সেটা যেন বেমালুম ভুলতে বসছিলেন ইংল্যান্ডের সহ-অধিনায়ক বেন স্টোকস। তার ফল হিসেবে সাব্বির রহমানের সঙ্গে বার বার ঝামেলায় জড়ানোর জন্য শাস্তি পেতে হয়েছে ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকসকে।
ওয়ানডে সিরিজে তাকে শুধু সতর্ক করা হলেও এবার সেই সাব্বিরের সঙ্গে ঝামেলায় আর রেহাই পেলেন না বেন স্টোকস। শাস্তি পেতেই হলো এই ইংলিশ অলরাউন্ডারকে। ঢাকা টেস্টের তৃতীয় দিনে সেই সাব্বির রহমানের সঙ্গেই ঝগড়া করে জরিমানা গুনলেন তিনি। আইসিসির আচরণবিধি লঙ্ঘন করে অক্রিকেটীয় আচরণের শাস্তি হিসেবে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে স্টোকসকে। একই সঙ্গে তার নামের পাশেও যোগ হয়েছে একটি 'ডিমেরিট' পয়েন্ট। আইসিসির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ম্যচের তৃতীয় দিন সকালে সাব্বির রহমান উইকটে যাওয়ার পর থেকেই গায়ে পড়ে তার সঙ্গে বচসায় জড়ান স্টোকস। আম্পায়াররা বারবার নিষেধ করার পরও তিনি তা শোনেননি। আম্পায়াররা তখন অধিনায়ক অ্যালেস্টার কুককে বলেন স্টোকসকে থামাতে। কিন্তু তার পরও বিরত থাকেননি এই অলরাউন্ডার। ম্যাচ শেষে ম্যাচ রেফারির আনা সব অভিযোগ এবং শাস্তি মেনে নিয়েছেন স্বীকার করেছেন স্টোকস। তাই কোন শুনানির প্রয়োজন পড়েনি। |
Sunday, October 30, 2016
অবশেষে জরিমানার কবলে স্টোকস
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment