লুইস ফিলিপ স্কলারির সঙ্গে আরো এক বছরের জন্য চুক্তি নবায়ন করেছে চাইনিজ চ্যাম্পিয়ন ক্লাব গুয়াংজু এভারগ্র্যান্ডে। গত সপ্তাহে টানা ষষ্ঠবারের মত চাইনিজ সুপার লীগের শিরোপা জিতে রেকর্ড সৃষ্টি করেছে এভারগ্র্যান্ডে।
এই নিয়ে দ্বিতীয় বছরের মত ক্লাবটির সাথে চুক্তি স্বাক্ষর করলেন স্কলারি। মৌসুমের শেষে ৬৭ বছর বয়সী এই ব্রাজিলিয়ানের সাথে চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবার কথা ছিল। গুজব উঠেছিল সাবেক কোচ মার্সেলো লিপ্পিকে আবারো ফিরিয়ে নিয়ে আসার। কিন্তু এভারগ্র্যান্ডে তাতে সায় দেয়নি।
এ সম্পর্কে ক্লাবের ওয়েবসাইটে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে স্কলারি একজন বিশ্বমানের কোচ। তার অধীনেই গুয়াংজু তাদের শীর্ষস্থান ধরে রাখতে পারবে।’
২০১৫ সালে গ্রেমিও থেকে ফ্যাবিও ক্যানাভারোর স্থানে এভারগ্র্যান্ডেতে যোগ দেবার পর থেকে স্বলারি দারুণ সফলতা পেয়েছেন। প্রথম বছরেই তার অধীনে এভারগ্র্যান্ডে সিএসএল ও এএফসি চ্যাম্পিয়নস লিগ শিরোপা জয়ের কৃতিত্ব দেখায়। এছাড়া পরপর দুই বছর লিগ শিরোপাতো আছেই। চাইনিজ এফএ কাপের শিরোপাও এখন এভারগ্র্যান্ডের হাতের কাছেই চলে এসেছে। এএফপি
No comments:
Post a Comment