বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, ইতালির নাগরিক তাভেল্লা সিজার হত্যাকাণ্ডের তদন্ত নিয়ে র্যাব এবং পুলিশের পরস্পর বিরোধী বক্তব্যে প্রমাণ হচ্ছে বিএনপির বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করা হচ্ছে।
বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। ‘রক্তাক্ত ২৮ শে অক্টোবর এবং আজকের প্রেক্ষাপট’ শীর্ষক এ আলোচনাসভার আয়োজন করে বাংলাদেশ ইয়ুথ ফোরাম নামে একটি সংগঠন।
আয়োজক সংগঠনের সভাপতি মুহাম্মদ সাইদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন জাতীয় পার্টির ( জাফর) প্রেসিডিয়াম সদস্য আহসান হাবিব লিংকন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য খালেদা ইয়াসমিন, অধ্যাপক আমিনুল ইসলাম, ফোরকান আলম প্রমুখ।
সরকারের উদ্দেশে রিজভী বলেন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি নির্বাচন দিয়ে দেখেন না জনগণ কাকে অপরাধী বলে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে হুমকি দেখান কিন্তু জনগণের কাছে আসেন না। আজকে দেশে যে এত খুন, গুম, হামলা এগুলোর থেকে জনগণের চোখ জঙ্গি ইস্যুতে নিয়ে যাওয়ার জন্য সরকারই জঙ্গি তৈরি করছে।
দেশে সংবাদপত্রের স্বাধীনতা নেই দাবি করে তিনি বলেন, একুশে টিভির সাবেক চেয়ারম্যান আব্দুস সালাম, আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে আটকে রেখেছে শুধু সত্য বলার কারণে।
No comments:
Post a Comment