Social Icons

Friday, October 28, 2016

কলম্বিয়ার ইএলএন বিদ্রোহীদের হামলায় ২ ট্রাক চালক নিহত

কলম্বিয়ার উত্তরপূর্বাঞ্চলে ইএলএন বিদ্রোহীরা দুই বেসামরিক ট্রাক চালককে হত্যা করেছে। বৃহস্পতিবারের এই ঘটনাকে ‘সন্ত্রাসী কর্মকা- ’ হিসেবে অভিহিত করেছে দেশটির সেনাবাহিনী । সরকার বিদ্রোহী সংগঠনটির সঙ্গে শান্তি আলোচনা বাতিল করার কয়েক ঘণ্টা পর এই  হত্যাকাণ্ড ঘটে।
 
ভেনিজুয়েলা সীমান্তে অভিযান পরিচালনাকারী একটি টাস্ক ফোর্সের কমান্ডার কর্নেল মিগুয়েল অঞ্জেল রডরিগুয়েজ বার্তা সংস্থা এএফপি’কে বলেন, ‘এটা দুজন বেসামরিক ট্রাক চালকের ওপর একটি সন্ত্রাসী হামলার ঘটনা। তারা আরাউকার রাস্তা দিয়ে আসার সময় ইএলএন বিদ্রোহীরা তাদের ট্রাকে আগুন ধরিয়ে দেয় এবং তাদের হত্যা করে।
রডরিগেজ বলেন, স্থানীয় সময় বিকেল ৫টা থেকে সাড়ে ৫টার মধ্যে ট্রাকটির ওপর অতর্কিতে এই হামলা চালানো হয়। ট্রাকটিতে কোন মালামাল ছিল না।
 
পড়ে খবর পেয়ে সৈন্যরা ওই এলাকায় অভিযান চালিয়েছে। এটা কলম্বিয়ার একটি বৃহৎ তেল উৎপাদনকারী এলাকা।
 
এর আগে বৃহস্পতিবার কলম্বিয়ার সরকার জানায়, যতক্ষণ পর্যন্ত ইএলএন বিদ্রোহীরা দেশটি সাবেক আইনপ্রণেতাকে ছেড়ে না দেবে ততক্ষণ পর্যন্ত সরকার তাদের সঙ্গে শান্তি আলোচনায় বসবে না।
 
বৈঠক শুরুর নির্ধারিত সময়ের মাত্র কয়েকঘণ্টা আগে এ ঘোষণা দেয়া হয়। শান্তি আলোচনায় সরকার পক্ষের প্রধান মধ্যস্থতাকারী বলেন, বিদ্রোহীরা জিম্মি সাবেক আইনপ্রণেতা ওদিন সানচেজকে ছেড়ে দেয়ার প্রক্রিয়া শুরু করেছে। এএফপি

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates