ভারতের পূর্বাঞ্চলীয় একটি প্রত্যন্ত এলাকায় পুলিশের অভিযানে আরো দু’জন মাওবাদী বিদ্রোহী নিহত হয়েছে। শুক্রবার এমনটাই দাবি করে দেশটির পুলিশ। একই এলাকায় বিদ্রোহীদের একটি ঘাঁটিতে নিরাপত্তা বাহিনীর সদস্যদের ব্যাপক হামলার কয়েকদিন পর এ অভিযান চালানো হলো।
পুলিশ জানায়,গভীর জঙ্গলে তল্লাশি অভিযান চলাকালে সন্দেহভাজন দুই বিদ্রোহীর সন্ধান পাওয়ার পর তারা সেখানে হামলা হামলা চালায়। এতে ওই দুই সন্দেহভাজন নিহত হয়। সোমবার এ জঙ্গলে নিরাপত্তা বাহিনীর অভিযানে ২৮ জন নিহত হয়।
সাম্প্রতিক বছরগুলোর মধ্যে এটি ছিল বিদ্রোহীদের ওপর সবচেয়ে বড় হামলার ঘটনা।
হামলা স্থল উড়িষ্যা রাজ্য থেকে টেলিফোনে সাব-ইন্সপেক্টর সি কে ধারুয়া এএফপিকে বলেন, সোমবারের বন্দুকযুদ্ধের পর ওই এলাকায় নিরাপত্তা বাহিনীর চিরুনি অভিযান অব্যাহত রয়েছে।
গত সন্ধ্যায় অভিযান চলাকালে এনকাউন্টারে অরো দুই মাওবাদী বিদ্রোহী নিহত হয়। উল্লেখ্য, ভারতের কমপক্ষে ২০টি রাজ্যে মাওবাদী বিদ্রোহীরা সক্রিয় রয়েছে। তারা নিজস্ব ভূমি, চাকরি ও নিজেদের অধিকার আদায়ে কর্তৃপক্ষের সাথে দীর্ঘদিন ধরে লড়াই করে আসছে। এএফপি
No comments:
Post a Comment