নিজের স্মৃতি চিহ্ন বা বন্ধুদের কিংবা মা-বাবার স্মৃতি ধরে রাখার জন্য অনেকে ছবি তোলে রাখে আবার অনেকে নতুন দাম্পত্ত জীবনের ছবি তুলে রাখে। এই ছবি তোলা কি ইসলামে বৈধ্য আছে?
যে কোন প্রয়োজনে যেমন হজে গমন কিংবা রাষ্ট্রিয় কোন কাজের জন্য ছবি তোলা জায়েয। কিন্তু শখের কারণে কোন ছবি তোলা কখনো জায়েয হবে না। ঠিক তেমনই দাম্পত্ত জীবনের স্মৃতি ধরে রাখার জন্যও ছবি তোলা জায়েয হবে না। [ফাতাওয়ায়ে রহীমিয়া ৬-২৭১]
মাওলানা মিরাজ রহমান
No comments:
Post a Comment