ইতালিতে আবারও শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এ নিয়ে ১ সপ্তাহে ৩ বার কেপে উঠলো ইতালির মধ্যাঞ্চল। রোববার (৩০ অক্টোবর) আঘাত হানা এই ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৬। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। খবর বিবিসি ও সিএনএন।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, মধ্য ইতালির উমব্রিয়া অঞ্চলের রাজধানী পেরুগিয়ার ৬৮ কিলোমিটার দক্ষিণপূর্বে ভূমিকম্পটির উৎপত্তি স্থল ছিল। ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল ১০৮ কিলোমিটার গভীরে।
বুধবার (২৬ অক্টোবর) রাতেও ইতালির মধ্যাঞ্চলের মাচেরাতা প্রদেশে প্রথম দফায় ৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। তখনই ওই এলাকা ছাড়তে শুরু করেন বাসিন্দারা। দুই ঘণ্টা পর আঘাত হানে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প।
এর আগে আগস্টে ওই এলাকার কাছেই ভূমিকম্পে প্রায় ৩০০ জন মারা যান।
Sunday, October 30, 2016
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment