ভারত-পাকিস্তান সীমান্তের লাইন অফ কন্ট্রোল এলওসিতে গুলি বিনিময় করেছে দুই দেশ। শনিবার সকালে এই গুলি বিনিময় চলে বলে দাবি করেছে পাকিস্তানের সেনাবাহিনী।
দেশটির আইএসপিআর থেকে দাবি করা হয়, ভারতের গুলির জবাবে তারা গুলি চালায়। ভোর চারটায় শুরু হওয়া এই অবস্থা চলে সকাল আটটা পর্যন্ত।
এর আগে বৃহস্পতিবার পাকিস্তান সীমান্তে হামলা চালিয়েছিলো ভারত। হামলায় দুই পাকিস্তানি সেনাসহ ৪০ জন নিহত হয়েছিলেন। তবে এই দাবি বরাবরই অস্বীকার করে আসছে। এদিন আরো একবরা বলা হয়, ভারতের পক্ষ থেকে কোনো রকম সার্জিক্যাল হামলা চালানো হয়নি।
এর কিছুক্ষণ পরে পাকিস্তান থেকে দাবি করা হয় তারা ভারতীয় সেনাদের উপর হামলা চালিয়েছে। এই দাবি উড়িয়ে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। বর্তমানে দুই পারমানবিক শক্তিধর দেশের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। তাদের সংযত আচরণ করার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব, যুক্তরাষ্ট্র ও চীন। জিও টিভি
No comments:
Post a Comment