ক্যারিবিয়ান সাগরে দ্রুত শক্তি সঞ্চয় করছে হারিকেন ম্যাথিউ। এটি এখন ৪ ক্যাটাগরির ঝড়ে পরিণত হচ্ছে এবং জ্যামাইকা থেকে কিছুটা দক্ষিণে ক্যারিবিয়ান সাগর অতিক্রম করছে।
যুক্তরাষ্ট্রের জাতীয় হারিকেন কেন্দ্র একে ‘খুবই বিপজ্জনক’ উল্লেখ করে বলেছে, ঘূর্ণিঝড় কেন্দ্রে বাতাসের একটানা গতিবেগ ঘণ্টায় ২৪০কিলোমিটার। ঘর-বাড়ি বিধ্বস্ত করার জন্য এই গতিবেগই যথেষ্ট। দুর্যোগের প্রস্তুতি নিয়ে আলোচনা করতে জরুরি অধিবেশন ডেকেছে জ্যামাইকার পার্লামেন্ট। ধারনা করা হচ্ছে আগামী সোমবার স্থলভাগে আঘাত করবে ম্যাথিউ।
বার্তা সংস্থা এএফপি’র খবরে বলা হয়, ম্যাথিউয়ের শক্তিমত্তায় তারতম্য হতে পারে। তবে রবিবারের মধ্যে এটি শক্তিশালী হারিকেনে পরিণত হবে বলে ধারণা করা হচ্ছে। রাজধানী কিংস্টোন যে এলাকায় অবস্থিত হারিকেনটি প্রথমকে ওই এলাকাতে আঘাত করবে। দেশটির একমাত্র তেল শোধনাগার ওই একই এলাকায়। সূত্র: এএফপি, বিবিসি
No comments:
Post a Comment