আফ্রিকার দেশ চাদ ও নাইজারের যৌথ সেনা অভিযানে ১২৩ জন বোকো হারাম জঙ্গি নিহত হয়েছে। গত জুলাই থেকে চালানো অভিযানে এই জঙ্গিরা নিহত হয় বলে নাইজার কর্তৃপক্ষ জানিয়েছে।
শুক্রবার নাইজারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, অভিযানকালে প্রচুর অস্ত্র উদ্ধার করা হয়েছে।
গত জুনের শুরুর দিকে নাইজারে সেনাদের ওপর অতর্কিত হামলার পর যৌথ অভিযানে নামে দেশ দুটি। ওই হামলায় ৩০ জন সেনা সদস্য নিহত হয়েছিল।
শুক্রবার আরো জানানো হয়, নাইজেরিয়ার জঙ্গি সংগঠনটির বিরুদ্ধে অভিযানকালে যৌথ বাহিনীর ১৪ জন সেনা নিহত ও ৩৯ জন আহত হয়।
ইসলামি খেলাফত প্রতিষ্ঠার নামে লেক চাদ অঞ্চলে গেরিলা যুদ্ধ চালাচ্ছে বোকো হারাম। লেক চাদ অঞ্চলটিতে নাইজেরিয়া, ক্যামেরন, নাইজার ও চাদ এই চারটি সীমান্ত এসে মিশেছে। সূত্র: রয়টার্স
No comments:
Post a Comment