তুর্কি ধর্মীয় নেতা ফেতুল্লাহ গুলেনের সঙ্গে যোগাযোগ থাকার অভিযোগে কারাগারের দেড় হাজার কর্মকর্তা, কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সেইসাথে আরো অনেককে আটক করেছে এরদোয়ান সরকার। গত শুক্রবার রাজধানী আঙ্কারায় এক বিবৃতিতে দেশটির বিচারমন্ত্রী বেকির বোজদাগ এই তথ্য জানিয়েছেন।
গত জুলাইয়ে তুরস্কে সরকার উত্খাতের ব্যর্থ ষড়যন্ত্রে যুক্তরাষ্ট্রে অবস্থানরত ধর্মীয় নেতা ফেতুল্লাহ গুলেনের জড়িত থাকার অভিযোগ আনা হয়। ব্যর্থ অভুত্থানের সাথে জড়িত থাকার সন্দেহে দেশটিতে হাজারো সরকারি কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে। কিন্তু এবারই প্রথম কারাগার ব্যবস্থার বিরুদ্ধে অভিযান চালানো হল।
বক্তৃতায় বিচারমন্ত্রী বোজদাগ বলেছেন, এক হাজারের বেশি কর্মকর্তা ও প্রহরীকে “সাময়িক বরখাস্ত” করা হয়েছে। তবে সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া গেলে তাদেরকে চাকরিচ্যুত করা হবে। গুলেনের নেটওয়ার্কের সাথে প্রত্যেক ব্যক্তির যোগাযোগ নিরসনে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া বিচারিক ও কারাগারের অসংখ্য কর্মচারীদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। সূত্র: আল
No comments:
Post a Comment