Sunday, March 19, 2017
বিশ্বে আকরিক লোহা উৎপাদনে তৃতীয় শীর্ষস্থান দখলে রেখেছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল।
ইস্পাত উৎপাদনের কাঁচামাল আকরিক লোহার দর আন্তর্জাতিক বাজারে নিন্মমুখি। আকরিক লোহার দর গত মাসে উঠেছিল প্রতিটন ৬১ ডলার ৮০ সেন্ট। ক্রমাগত দরপতনে গত সপ্তাহশেষে তা নেমে এসেছে ৫৭ ডলার ৪০ সেন্টে। অবশ্য আগস্টে যখন দাম ৬০ ডলার ছাড়িয়ে যায় তখনই বাজার বিশ্লেষকরা আশংকা করেছিল দরপতনের। অবশ্য দর এখনও গত বছরের শেষদিকের তুলনায় বেশি। বিশ্বব্যাপী আকরিক লোহার সরবরাহ বেড়েছে বলে ব্লুমবার্গের রিপোর্টে বলা হয়। আর সরবরাহ বাড়ায় দর কমতির দিকে। এতে ধাতুটির শীর্ষ রপ্তানিকারক দেশ অস্ট্রেলিয়া চলতি বছরে ধাতুটির দাম নিন্মমুখী থাকবে বলে জানিয়েছে। রপ্তানিকারক অন্যতম দেশ ব্রাজিল ও অস্ট্রেলিয়া থেকে ধাতুটির সরবরাহ খরচ কম হওয়ায় চীনের আমদানি বাড়ছে। যদিও বর্তমানে দেশটিতে আকরিক লোহার চাহিদায় মন্দাভাব বিরাজ করছে। ২০২০ সাল নাগাদ চীনে আকরিক লোহার চাহিদা দাঁড়াবে ১১৫ কোটি টন। বিশ্বে উৎপাদিত আকরিক লোহার এক-তৃতীয়াংশই আমদানি করে চীন। বর্তমানে উৎপাদন অবশ্য গত বছরের চেয়ে কম হচ্ছে। তবে, বাজার বিশ্লেষকরা বলেছেন যে চীনে ইস্পাতের উৎপাদন যা কমেছে তা একেবারে নগন্য।
২০১৪ সালে আন্তর্জাতিক বাজারে প্রতিটন আকরিক লোহা গড়ে ৮৮ ডলারে বিক্রি হয়। এ সময়ে ধাতুটির গড় দাম কমেছিল ৪৭ শতাংশ।
বিশ্বে আকরিক লোহা উৎপাদনে তৃতীয় শীর্ষস্থান দখলে রেখেছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। গত বছর দেশটিতে মোট ৪২ কোটি ৮০ লাখ টন আকরিক লোহা উৎপাদন হয়, যা বৈশ্বিক সরবরাহের ১২ শতাংশ। ২০১৪ সালে ব্রাজিলে পণ্যটি উৎপাদনের পরিমাণ ছিল ৪১ কোটি ১০ লাখ টন।
Labels:
আন্তর্জাতিক,
ব্রাজিল,
লাতিন আমেরিকা
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment