Friday, June 2, 2017
ব্রাজিলের ফুটবল তারকা নেইমারের আয় কত?
তার বয়স মাত্র ২৫। এরই মধ্যে মোটা অঙ্কের আয়-রোজগার তার। বিজ্ঞাপনের বাজারেও বিশাল কদর ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমারের। স্পষ্টই ধারণা করা যায়, অদূর ভবিষ্যতে আয়-রোজগারে তিনি ছাড়িয়ে যাবেন লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর মতো ফুটবলারদের। গত মাসে বয়স ২৫ বছর পূর্ণ হলো ব্রাজিলিয়ান এ ফরোয়ার্ডের। ক্লাব ফুটবল ক্যারিয়ারে ইতিমধ্যে ২০০ গোল পূর্ণ হয়েছে তার। জাতীয় দলের জার্সি গায়ে তার রয়েছে আরো ৫১ গোল। সম্প্রতি স্প্যানিশ ফুটবল ক্লাব বার্সেলোনার সঙ্গে নতুন চুক্তিতে সই করেছেন নেইমার। গত চার বছরে ক্রীড়া বিশ্বে সবচেয়ে চাহিদাসম্পন্ন ফুটবলারের মর্যাদাটাও তার। বর্তমানে নেইমারের আয় কত?
নেইমারের আয়
তার যুগের অন্যতম ধনী ফুটবলারের মর্যাদা পেতে যাচ্ছেন নেইমার। এ মুহূর্তে মেসি-রোনালদোর সঙ্গে তার ফারাকটা কেমন?
স্প্যানিশ মিডিয়া জানায়, নতুন চুক্তি মোতাবেক ২০২১ সাল পর্যন্ত বার্সেলোনায় থাকার কথা নেইমারের। এফসি বার্সেলোনার সঙ্গে সর্বশেষ চুক্তিতে নেইমার সপ্তাহে বেতন পাচ্ছেন ২৬০০০০ পাউন্ড। তার চেয়ে বেশি বেতন পাচ্ছেন কেবল মেসি, গ্যারেথ বেল ও ক্রিস্টিয়ানো রোনালদো। রিয়াল মাদ্রিদে রোনালদো ৩৬৫০০০ ও বার্সেলোনায় মেসির স্পাহিক বেতন ৩৩৬০০০ পাউন্ড। যদিও ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেই বা ইংল্যান্ডের ম্যানচেস্টার ইউনাইটেডের প্রস্তাব গ্রহণ করলে বেতনটা অনেক বেশি হতো তার।
বিজ্ঞাপনী এনডোর্সমেন্ট
সমীক্ষা সাময়িকী ফোর্বস-এর হিসাবে, বিজ্ঞাপনী এনডোর্সমেন্ট থেকে নেইমারের বছরে আয় ২১ মিলিয়ন ডলার। মাঠের বাইরে থেকে আয়ে এতে তিনি বাকিদের চেয়ে অনেকটাই এগিয়ে। রিয়াল মাদ্রিদের পর্তুগিজ স্ট্রাইকার রোনালদোর মোট আয়ের ৩৬% এনডোর্সমেন্ট থেকে। আর বার্সেলোনার আর্জেন্টাইন ফলোয়ার্ড মেসির এমন অঙ্কটা ৩৪%। কিন্তু নেইমারের মোট আয়ের ৬১%-ই এনডোর্সমেন্ট থেকে। কারণটাও পরিষ্কার। আয়তনে বিশাল দেশ ব্রাজিলে ব্যাপক জনপ্রিয়তা নেইমারের। সেখানে প্রতিটি বড় ব্যবসা প্রতিষ্ঠান তাদের পণ্যের বিজ্ঞাপনের জন্য বেছে নেয় নেইমারকেই। আর্জেন্টিনায় মেসি ততটা জনপ্রিয় নন, যতটা হওয়ার কথা। আর ক্রিস্টিয়ানো রোনালদো এসেছেন আয়তন-জনসংখ্যায় অপেক্ষাকৃত ছোট দেশ পর্তুগাল থেকে। কিন্তু নেইমার ব্রাজিলের ২০ কোটি মানুষের আইডল। নেইমারের সঙ্গে স্পন্সর চুক্তি রয়েছে ক্লারো, নাইকি, প্যানাসনিক, জিলেট, রেডবুলের মতো বহুজাতিক কোম্পানির।
নিজের ব্যবসা
এই বয়সেই ব্যবসাটা ভালো বোঝেন নেইমার। সম্প্রতি মুক্তি পায় নেইমার অভিনীত হলিউড চলচ্চিত্র ‘এক্সএক্সএক্স রিটার্ন অব জানডার কেগ’। ইন্টারনেটে মুক্তি পায় নেইমারের নিজস্ব ‘ইমোজি’। মা নাদিন গনসালভেসের সঙ্গে নেইমার খুলেছেন ব্যবসা প্রতিষ্ঠান- এনএন কনসালটোরিয়া। তার পরামর্শক প্রতিষ্ঠানের ক্লায়েন্ট ব্রাজিলের অলিম্পিক স্বর্ণপদক জয়ী অ্যাথলেট থিয়াগো বাজ, সান্তোস এবং আরথার গোমেজের মতো তারকারা।
চ্যারিটি
আর্তমানবতার সেবায়ও ইতিমধ্যে নজর কেড়েছেন নেইমার। নিজের জন্মস্থান প্রাইয়া গ্রান্দের জারডিম গ্লোরিয়ায় নেইমার খুলেছেন দাতব্য শিক্ষা, কলা ও ক্রীড়া প্রতিষ্ঠান- ইনস্টিটিউটো প্রোজেক্টো নেইমার জুনিয়র। ২৪৭০ জন দরিদ্র শিশু ও তাদের পরিবার সম্পৃক্ত রয়েছে এ ইনস্টিটিউটের সঙ্গে। গত বছর বোনের জন্মদিনে ব্রাজিল পৌঁছে নেইমার উপস্থিত হন তার এই প্রতিষ্ঠানে। আর বলেন, এটা আমার পরিবারের স্বপ্ন। এখানে যতবারই আসি, আমি খুব আনন্দ পাই। এটাকে আমি আরো অনেক বড় পরিসরে গড়ে তুলতে চাই।
নিট আয়
নেইমারের নিট আয়টা ৮০ মিলিয়ন পাউন্ড। মেসি-রোনালদোর আয়ের তুলনায় তা কম হলেও তার বয়স বিবেচনায় অঙ্কটা আকর্ষণীয়। রোনালদোর নেট আয় ২৫০ মিলিয়ন পাউন্ড ও মেসির ২৩০ মিলিয়ন। আপাতত নেইমারের চিন্তার বিষয় একটাই। নেইমারের বিরুদ্ধে ব্রাজিলের কর বিভাগের দায়ের করা মামলা উঠে আপিল আদালতে। গত বছর নেইমারকে ৫৬.৭ মিলিয়ন ইউরো জরিমানা করে ব্রাজিলের আদালত।
Labels:
খেলাধুলা,
ব্রাজিল,
লাতিন আমেরিকা
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment