ভারতীয় বংশোদ্ভূত লিও ভারাদকর আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। ফিনে গেইল পার্টির সদস্য ভারাদকর প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে ৬০ শতাংশ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। তার ঠিক পেছনে রয়েছেন, সে দেশের আবাসনমন্ত্রী সিমন কনভেনেস।
পার্লামেন্ট এই মুহূর্তে বন্ধ। তাই আনুষ্ঠানিকভাবে লিওকে প্রধানমন্ত্রী ঘোষণা করা হয়নি। আগামী ১৩ জুন পার্লামেন্ট চালু হলেই তাকে প্রধানমন্ত্রী হিসাবে ঘোষণা করা হবে বলে জানা গেছে।
লিও-র জন্ম এক গুজরাতি পরিবারে। বাবা অশোক ভারাদকার ভারতের মুম্বাইয়ে থাকতেন। ব্যবসায়িক সূত্রে সেখান থেকে আয়ারল্যান্ডে এসেছিলেন তিনি। সেখানেই মিরিয়াম নামে এক মহিলার সঙ্গে তার পরিচয় এবং বিয়ে। আয়ারল্যান্ডের ডাবলিনে জন্ম হয় লিও-র। জন্মের পর ৩৮টা বছর সেখানেই কেটেছে। ডাবলিন থেকে ডাক্তারি পাশ করেন। লিও ভারাদকর একজন ঘোষিত সমকামী এবং সমকামী অধিকার কর্মী। আয়ারল্যন্ড ২০১৫ সালে জনগণের ভোটে বিশ্বের প্রথম সমকামী বিয়েতে বৈধতাপ্রাপ্ত দেশ হিসাবে নজির গড়ে। এবার একজন সমকামী সে দেশেরই প্রধানমন্ত্রী হচ্ছেন। বিবিসি।
No comments:
Post a Comment