আফগানিস্তানে বিভিন্ন জঙ্গি আস্তানায় দেশটির সরকারি বাহিনীর বিমান হামলায় গত ২৪ ঘণ্টায় কমপক্ষে ১৩ জঙ্গি নিহত হয়েছে। এদের মধ্যে ৫ জন ইসলামিক স্টেট (আইএস) এর প্রতি আনুগত্য প্রকাশ করেছিল। শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে একথা বলা হয়েছে।
মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, জঙ্গি আস্তানা লক্ষ্য করে আফগান বিমান বাহিনী ওই সময়ে হামলা চালায়। এতে ইসলামিক স্টেট গ্রুপের ৫ সদস্যসহ ১৩ সশস্ত্র জঙ্গি নিহত হয়। খোয়াজা খিল গ্রাম,পাকতিকার বারমাল জেলা, কোরা কোল গ্রাম, সাল-ই-পুল জেলার সাইয়াদ ও আকসাই গ্রাম এবং জোজান প্রদেশের কোশ টিপা জেলায় এ অভিযানগুলো পরিচালিত হয়। বিবৃতিতে আরো বলা হয়, অভিযানকালে জঙ্গিদের অস্ত্র ও গাড়ি ধ্বংস হয়ে গেছে।
জোজান প্রদেশের পুলিশ প্রধান আব্দুল হাফিজ খোশি বলেন, বিমান থেকে জঙ্গিদের একটি গাড়ি লক্ষ্য করে হামলা চালানো হয়। গাড়িতে বোমা হামলার পরপরই তাতে আগুন ধরে যায়। এতে ঘটনাস্থলে ওই পাঁচ জঙ্গি নিহত হয়। বিবৃতিতে আরো বলা হয়, আফগান নিরাপত্তা বাহিনী সেদেশে জঙ্গিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে ক্রমাগত অভিযান চালিয়ে যাচ্ছে। তারা এসব সন্ত্রাসবিরোধী কর্মকাণ্ড চিরতরে বন্ধ করতে ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে বিবৃতিতে বলা হয়।
উত্তরাঞ্চলীয় প্রদেশের ফারিয়াব এলাকা পুলিশ জানায়, তালেবান জঙ্গি তাদের টার্গেট করছে বলে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পায়। আর সেই সূত্র ধরেই এই অভিযান পরিচালনা করা হয়। প্রাদেশিক পুলিশের মুখপাত্র করিম ইউরিশ জানান, দুইজন তালেবান জঙ্গি রয়েছে। এছাড়া আরো কয়েকজন আহত হয়েছে। তবে তালেবান বা আইএসের পক্ষ থেকে এ ব্যাপারে এখনো কোন বিবৃতি দেওয়া হয়নি। সিনহুয়া।
No comments:
Post a Comment