প্যারিস সেইন্ট-জার্মেইর হয়ে চ্যাম্পিয়নস লীগের শিরোপা জেতার স্বপ্ন দেখছেন ব্রাজিলিয়ান রাইট-ব্যাক ডানি আলভেস। আর এই স্বপ্নই তাকে ফ্রেঞ্চ হেভিওয়েট ক্লাবে যোগ দিতে অনুপ্রেরণা যুগিয়েছে বলে স্বীকার করেছেন এই তারকা ডিফেন্ডার।
দুই বছরের চুক্তিতে বুধবার পিএসজিতে যোগ দেবার বিষয়টি নিশ্চিত করেছের আলভেস। এর আগে গত মাসে ইতালিয়ান চ্যাম্পিয়ন জুভেন্টাস ছাড়ার ঘোষণা দিয়েছিলেন। তারপর থেকেই পিএসজির পাশাপাশি ম্যানচেস্টার সিটিও তাকে দলে নিতে জোড় তৎপরতা শুরু করে। এর আগে বার্সেলোনার হয়ে ৩৪ বছর বয়সী এই ডিফেন্ডার তিনটি চ্যাম্পিয়নস লীগ ও ছয়টি লা লিগা শিরোপার স্বাদ পেয়েছেন।
বার্সায় থাকাকালীন সাবেক কোচ পেপ গার্দিওলার আগ্রহেই এবারের দলবদলের বাজারে সিটিজেনরা আলভেসকে দলভূক্ত করতে চেয়েছিল। কিন্তু ফ্রেঞ্চ গণমাধ্যমের সূত্রমতে জানা গেছে বার্ষিক ১৪ মিলিয়ন ইউরোর বিনিময়ে পিএসজির প্রস্তাবেই শেষ পর্যন্ত রাজী হয়েছেন আলভেস। সিটি তাকে যে প্রস্তাব দিয়েছিল তার থেকে এই পরিমাণ প্রায় দ্বিগুণ।
চুক্তির আনুষ্ঠানিকতা সম্পন্ন হবার পরে আলভেস বলেছেন, ‘আমি শুধুমাত্র ম্যানচেস্টার সিটি থেকেই প্রস্তাব পাইনি। ইংল্যান্ডের অন্যান্য ক্লাবগুলোও আমার প্রতি আগ্রহ দেখিয়েছে। প্যারিসে আমার অনেক বন্ধু আছে, তাছাড়া আমার স্ত্রীও এই শহরটি বেশ পছন্দ করে। এ কারণেই আমি সিদ্ধান্ত পরিবর্তন করেছি। এজন্য যদি গার্দিওলা কিছু মনে থাকেন তবে আমি দুঃখ প্রকাশ করছি। এমনকি ম্যানচেস্টার সিটিও যদি ভুল বুঝে থাকে সেজন্য আমি ক্ষমাপ্রার্থী। এই ভুলের সব দায়িত্ব আমি নিচ্ছি।’
দুই সপ্তাহ আগে জুভেন্টাস ত্যাগ করেন আলভেস। এরপর প্যারিসে এসে মেডিকেল পরীক্ষার পরে বুধবার সংবাদ সম্মেলনে তাকে আনুষ্ঠানিক ভাবে পিএসজির খেলোয়াড় হিসেবে পরিচয় করিয়ে দেয়া হয়। এই ক্লাবে তিনি ৩২ নম্বর জার্সি গায়ে মাঠে নামবেন। জুভেন্টাসের হয়ে আলভেস একটিমাত্র মৌসুম কাটিয়েছেন। এই এক বছরেই ক্লাবে সিরি-আ ও কোপা ইটালিয়া শিরোপা উপহার দিয়েছেন। গত মৌসুমে চ্যাম্পিয়নস লীগের ফাইনালেও খেলেছে তুরিন জায়ান্টরা।
পিএসজিতে যোগ দেবার পরে আলভেস বলেছেন, ‘আমাদের লক্ষ্য চ্যাম্পিয়নস লীগের শিরোপা জয় করা। এই লক্ষ্যকে সামনে রেখে আমরা একটি শক্তিশালী দল গঠনের চেষ্টা করছি। এই ক্লাব যেহেতু এখনো চ্যাম্পিয়নস লীগের শিরোপা পায়নি, সে কারণেই আমি ইতিহাসের সাক্ষী হতে চাই। আমি সবসময়ই বড় লক্ষ্য নিয়ে সামনে এগিয়ে যেতে চাই। এ কারনেই আমি এখানে খেলতে এসেছি।’
সেভিয়ার হয়ে দুইবার ইউয়েফা কাপের শিরোপা জয় করেছেন আলভেস। এরপর বার্সেলোনার হয়ে আট বছরের ক্যারিয়ারে পেয়েছেন ২৩টি ট্রফি। সে কারণেই পিএসজিতেও তিনি ট্রফি জয়ের লক্ষ্যেই খেলতে এসেছেন। বাসস।
No comments:
Post a Comment