দুর্নীতি ও মানবাধিকার লঙ্ঘনের দায়ে দীর্ঘমেয়াদে সাজাপ্রাপ্ত পেরুর সাবেক প্রেসিডেন্ট ফুজিমুরির মুক্তির আবেদন মঙ্গলবার নাকচ করে দিয়েছে দেশটির এক আদালত। সামাজিক যোগযোগমাধ্যমে এ খবর জানায় তারা।
তবে বিশ্লেষকরা বলছেন, তার পরিবার এ আদেশের বিরুদ্ধে আপিল করতে পারলেও ফুজিমুরির মুক্তির সম্ভাবনা খুবই ক্ষীণ।
উল্লেখ্য, ১৯৯০ থেকে ২০০০ সাল পর্যন্ত পেরুর প্রেসিডেন্ট ছিলেন ফুজিমুরি। দুর্নীতি ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে আদালত তাকে ২৫ বছরের সাজা দেয়। তার জন্য পুলিশ সদর দপ্তরে একটি সাব-জেল তৈরি করা হয়েছে। সেখানে তার কারাবাস চলছে। ৭৮ বছর বয়সী ফুজিমুরির নানা শারীরিক সমস্যা রয়েছে। ফলে তাকে প্রায়ই হাসপাতালে যেতে হয়। তার সন্তান কিইকো ফুজিমুরি দেশটির পপুলার ফোর্সের প্রধান হিসাবে পিতার মুক্তির ব্যাপারে প্রচারণা চালিয়ে আসছে।
এএফপি।
No comments:
Post a Comment